Monday, November 10, 2025

১৫ জুন থেকে বড়বাজারের পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হবে

Date:

আগামী ১৫ জুন থেকে বড়বাজারের পোস্তা (burrabazar posta flyover) উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হবে । পরিবহণমন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম (firhad hakim) এ খবর জানিয়েছেন। ১৫ জুন থেকে দফায় দফায় এই ভগ্নপ্রায় সেতুটির ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ শুরু হবে। যদিও ঝুলন্ত অবস্থায় থাকা বিপজ্জনক অংশটি আগেই সরিয়ে ফেলা হয়েছে। উত্তর কলকাতার এই উড়ালপুলটির ধ্বংসাবশেষ সরিয়ে ফেলতে টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডারের মাধ্যমে চারটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার (government of West Bengal)। সম্প্রতি কেএমডিএ, পোস্তার ব্যবসায়ী কমিটি, পুলিশ এবং পুরসভার শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন পরিবহণমন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পোস্তা উড়ালপুলের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলতে প্রথম পর্যায়ে প্রায় ৪৫ দিন লাগবে। রাইটস সংস্থা পুরো প্রক্রিয়ায় প্রযুক্তিগত সাহায্য দিয়ে তদারকি করবে। ভাঙার কাজ চলার সময় ব্রিজের নিচে ট্রাফিক রুটের কিছু পরিবর্তন হতে পারে। কোনও কোনও রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। সেসব কলকাতা পুলিশের তরফে পরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০১৬ সালের ৩১ মার্চ দুপুরে বড়বাজারের পোস্তায় কেএমডিএ’র নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল আচমকা ভেঙে পড়ে। সেদিনের দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছিল। জখম ৮০ জনেরও বেশি । নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুলটির ১৫০ মিটার অংশ ভেঙে পড়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে খড়গপুর আইআইটি’র তিন বিশেষজ্ঞ- অধ্যাপক ও তৎকালীন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। ফ্লাইওভার নির্মাণকারী সংস্থা হায়দরাবাদের আইভিআরসিএলের বিরুদ্ধে ঘটনার পরদিনই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ অনুসন্ধান করে দু’বছর পর তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। রিপোর্টে বলা হয়, পোস্তা উড়ালপুলের নকশা ত্রুটিপূর্ণ ছিল এবং যে রুট দিয়ে ওই উড়ালপুল গিয়েছে তা বিপজ্জনক ছিল। শুধু তাই নয় , কমিটি আরো বিস্ফোরক অভিযোগ আনে। বলা হয় ফ্লাইওভার নির্মাণের মশলা ও অন্যান্য সরঞ্জামের গুণগতমানও ভালো ছিল না এবং নির্দিষ্ট সময় অন্তর যাচাই করাই হয়নি।

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version