Sunday, August 24, 2025

পরিবেশ-পরিস্থিতি আবহাওয়া সব অনুকূল থাকলে ভারত ভূখণ্ডে বর্ষা প্রবেশ (monsoon season) করতে পারে আজই। অর্থাৎ কেরালে (monsoon will start from today at Kerala) বর্ষা শুরু হচ্ছে আজ থেকেই। যদিও বাংলাকে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। মৌসম ভবন ( Mausam bhawan)এবং আলিপুর আবহাওয়া দফতর(Alipur weather office) জানিয়েছে, সম্ভবত ১০ জুন বাংলায় বর্ষা ঢুকতে পারে । তবে যদি আবহাওয়া অনুকূল না থাকে তবে সেই সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার কেরলে বর্ষা ঢুকবে। নির্ধারিত সময়ের বেশ কিছুদিন পরে। আবহাওয়াবিদরা প্রথমে ৩১ মে কেরলে বর্ষা ঢোকার সম্ভাব্য দিন (Monsoon Forecast) বলে ঘোষণা করেছিলেন। দেখা যায় কেরলে বর্ষা ঢোকার সময় বেশ অনেকটাই পিছিয়েছে। যদিও এর কারণ হিসেবে মনে করা হচ্ছে সুপার সাইক্লোন ইয়াসের(super cyclone yaas) হঠাৎ আগমন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারত ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের পথে অন্তরায় সৃষ্টি করেছে ইয়াস । তাই কেরলে বর্ষা আরম্ভ হচ্ছে দেরিতে। যার প্রভাব পড়তে পারে বাংলার বর্ষার ক্ষেত্রেও। যদিও আবহাওয়াবিদদের একাংশের মতে আন্দামান, কেরল বা বাংলার বর্ষার আগমনের সরাসরি কোনও সম্পর্ক নেই। কখন কোথায় জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে তা নির্ভর করে সংশ্লিষ্ট এলাকার আবহাওয়ার গতি প্রকৃতি ও পরিস্থিতির ওপর। তাই বাংলায় কী হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। জুনে নির্ধারিত সময়ে বায়ুপ্রবাহ কেমন থাকে, সবটাই নির্ভর করবে তার ওপর।

এদিকে বাংলার মত কেরলেও গত তিন দিন ধরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি পৌঁছে গিয়েছে বর্ষা। আরও জানা যাচ্ছে, কেরল থেকে ১২ জুন বর্ষার ঢোকার কথা বাংলায়। ওড়িশায় বর্ষা ঢুকতে পারে ১৩ জুন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version