লর্ডসে সৌরভের শতরানের রেকর্ড ভাঙলেন কনওয়ে

লর্ডসে (Lord’s)সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav ganguly) রেকর্ড ভেঙে দিলেন ডেভন কনওয়ে( Devon Conway)। ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে ১৩১ রান করেছিলেন সৌরভ। ২৫ বছর পর লর্ডসে সেই রেকর্ড ভাঙলেন কনওয়ে। অভিষেক ম‍্যাচে ইংল‍্যান্ডের (england) বিরুদ্ধে ১৩৬ রানে অপরাজিত তিনি।

লর্ডস মানেই ঐতিহ্য। লর্ডস মানেই ইতিহাস। এই মাঠে শতরান করলে তার আলাদা গুরুত্ব থাকে। ঠিক এই কারণে ক্রিকেট ইতিহাসে আলাদা করে জায়গা পেয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরান। লর্ডসে ১৮৯৩ সালে অভিষেক টেস্টে শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। তাঁর ১০৩ বছর পর ১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে ১৩১ রান করেছিলেন সৌরভ। তাঁর ওই শতরান ইতিহাস তৈরি করেছিল। মহারাজের এই কীর্তির ২৫ বছর পর এই তালিকায় এবার যুক্ত হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। বুধবার তৃতীয় বিদেশি হিসেবে লর্ডসে অভিষেক টেস্টে শতরান করলেন তিনি।

লর্ডসে অভিষেক টেস্টে শতরানের ঘটনা মাত্র ৬টি। বিদেশি হিসেবে গ্রাহাম, সৌরভ, কনওয়ে ছাড়াও এই তালিকায় রয়েছেন ৩ ইংল‍্যান্ড ব্যাটসম্যান জন হ্যাম্পশায়ার, অ্যান্ড্রু স্ট্রস ও ম্যাট প্রায়র।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Previous articleসোদপুরে অক্সিজেনের চাহিদা মেটাবে ‘রানার ছুটেছে’
Next articleজম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে খুন বিজেপি নেতা