Monday, August 25, 2025

বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করেছে গম্ভীরের সংস্থা, হাইকোর্টকে জানালো ড্রাগ কন্ট্রোলার

Date:

সম্পূর্ণ বেআইনিভাবে করোনা চিকিৎসার জীবনদায়ী ওষুধ ফ্যাবিফ্লু সংগ্রহ, মজুত এবং বিতরণ করেছে গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী(Gautam Gambhir foundation) সংস্থা। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের(Delhi High Court) কাছে এমন তথ্যই পেশ করল ড্রাগ কন্ট্রোলার(drug controller)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বোম্বে ফাউন্ডেশন এবং ওষুধ ব্যবসায়ীদের পাশাপাশি এই ধরনের অন্যান্য মামলাগুলোকে নজরে আনা হবে। একইসঙ্গে দেরি না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার।

উল্লেখ্য, ডক্টর গর্গ নামে একজন চিকিৎসকের পরামর্শে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে করোনার ওষুধ ফ্যাবিফ্লু-র ২৬২৮টি স্ট্রিপ কিনেছিলেন গম্ভীর৷ ওষুধ বিতরণের পর গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে থাকা ২৮৫ স্ট্রিপ ওষুধ সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়৷ তবে এ প্রসঙ্গে আগেই আদালত প্রশ্ন তোলে, কীভাবে একটি প্রেসক্রিপশন দেখে সরবরাহকারীরা এত বিপুল সংখ্যক ওষুধ গম্ভীরের সংস্থার হাতে দিল? এক সপ্তাহের মধ্যে ড্রাগ কন্ট্রোলারকে তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত৷ একই সঙ্গে গোটা প্রক্রিয়ায় কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাও আদালতকে জানাতে বলা হয়৷ বৃহস্পতিবার সেই মর্মেই রিপোর্ট পেশ করল ড্রাগ কন্ট্রোলার।

আরও পড়ুন:যোগী আদিত্যনাথ ও রামদেবের লেখা বই এবার উত্তরপ্রদেশের কলেজে পাঠ্য হলো

তবে শুধু গম্ভীর নন, দিল্লির আপ বিধায়ক প্রবীণ কুমার এবং প্রীতি তোমারের বিরুদ্ধেও ড্রাগ কন্ট্রোলারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিল আদালত৷ এই দুই বিধায়কের বিরুদ্ধে নিজের কাছে অক্সিজেন মজুত করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সেই মর্মেই ড্রাগ কন্ট্রোলের তরফে জানানো হয়, গৌতম গম্ভীর ফাউন্ডেশন এর পাশাপাশি একই অভিযোগে অভিযুক্ত আপ বিধায়ক প্রবীন কুমার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version