Thursday, August 28, 2025

চিনের বিড়াল- পায়রা উত্তর কোরিয়ায় করোনা ছড়াচ্ছে, তাই তাদের মেরে ফেলার নির্দেশ দিলেন কিম

Date:

অদ্ভুত এক আদেশ জারি করেছেন উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রনায়ক কিম জং উন ( leader King John un)। দেশের সেনাকে কিম নির্দেশ দিয়েছেন, সীমান্ত পার করে আসা সমস্ত বিড়াল ও পায়রাকে মেরে ফেলতে হবে। তাঁর ধারণা, ওই দুটি পশু- পাখি উত্তর কোরিয়ায় করোনাভাইরাস (spreading coronavirus) ছড়াচ্ছে। কিমের দাবি, সীমান্ত পেরিয়ে চিন থেকে সে দেশে এসে করোনা ছড়িয়ে দিচ্ছে বিড়াল ও পায়রা।

সম্প্রতি উত্তর কোরিয়ার একটি প্রথম সারির দৈনিক জানিয়েছে, তাদের দেশে করোনাভাইরাসের প্রকোপ কীভাবে ছড়াল তা খতিয়ে দেখতে নেমেছিল প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে নাকি রাস্তায় ঘুরে বেড়ানো বিড়ালদের দায়ী করা হয়েছে। আর তাই কিম ফরমান জারি করেছেন , চীনের সীমান্ত পেরিয়ে কোনও পাখি বা পশু যদি উত্তর কোরিয়ায় ঢুকতে চায়, তা হলে সেটিকে যেন গুলি করে মেরে ফেলা হয়! এমনও শোনা যাচ্ছে, একটি পরিবার তাঁদের বাড়িতে বিড়াল পুষে রাখার জন্য ইতিমধ্যে প্রশাসনের রোষের মুখে পড়েছে। সেই পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে। আবার কুড়ি দিন আইসোলেশনে রেখে দেওয়া হয়েছিল।

তবে কিম জং-এর এমন আদেশে ক্ষুব্ধ দেশের জনগণের একাংশ। এমনিতেই অত্যধিক পরিমাণে করোনা ভ্যাকসিন মজুত করে রাখার জন্য উত্তর কোরিয়া সমালোচনার মুখে পড়েছে। বিশ্বের বহু দেশ যেখানে করোনার ভ্যাকসিন পাচ্ছে না। সেখানে প্রয়োজনের বেশি ওষুধ মজুদ করে রাখা সম্পূর্ণ বেআইনি কাজ। কিন্তু কিম কোভিড ভ্যাকসিন খুব প্রয়োজন পরলেও কাউকে দেবেন না । এ ব্যাপারে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে একাধিক দেশ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version