Monday, August 25, 2025

প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে টিকা দিক কেন্দ্র, মমতার সুরেই সুর চড়ালেন নবীন -বিজয়ন

Date:

দেশের প্রত্যেক নাগরিককে (free vaccination for all Indians) বিনামূল্যে করোনার টিকা দেওয়া হোক। টিকাকরণ নিয়ে এই দাবি সর্বাগ্রে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister of West Bengal Mamata Banerjee)। এ দিন সেই দাবি আরও মান্যতা পেল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (chief minister of Odisha Naveen Patnaik) চিঠিতে। নবীন পট্টনায়েক, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(chief minister of Kerala pinarayi Vijayan) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Chief minister of Delhi Arvind Kejriwal) সঙ্গেও বিষয়টি নিয়ে ফোনে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই ধরনের আবেদন জানিয়ে ১১ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন পিনারাই বিজয়নও।

বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নবীনজি আমায় গতকাল রাতে ফোন করেছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীও চান কেন্দ্র যেন সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়। কেন্দ্রীয় সরকার রাজ্যকে কেন আলাদা করে নিজের দায়িত্বে ভ্যাকসিন আমদানি করতে বলছে? রাজ্য সরকার এটা করতে পারে না। কেন্দ্রের উচিত ছিল সব রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , আমরা এই প্রস্তাবে সম্মতি জানাচ্ছি। সব রাজ্যই এই প্রস্তাবের পক্ষে রয়েছে।

তবে কেন্দ্রের সঙ্গে সার্বিকভাবে সুসম্পর্ক বজায় রাখা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের এই চিঠি জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। নবীন প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। করোনার পরবর্তী ঢেউ থেকে জনগণকে রক্ষা করতে যত দ্রুত সম্ভব কেন্দ্রের মদতে যাতে টিকাকরণ করা হয়, সেই আবেদনই এই চিঠিতে জানিয়েছেন তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version