Wednesday, November 12, 2025

প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে টিকা দিক কেন্দ্র, মমতার সুরেই সুর চড়ালেন নবীন -বিজয়ন

Date:

দেশের প্রত্যেক নাগরিককে (free vaccination for all Indians) বিনামূল্যে করোনার টিকা দেওয়া হোক। টিকাকরণ নিয়ে এই দাবি সর্বাগ্রে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister of West Bengal Mamata Banerjee)। এ দিন সেই দাবি আরও মান্যতা পেল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (chief minister of Odisha Naveen Patnaik) চিঠিতে। নবীন পট্টনায়েক, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(chief minister of Kerala pinarayi Vijayan) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Chief minister of Delhi Arvind Kejriwal) সঙ্গেও বিষয়টি নিয়ে ফোনে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই ধরনের আবেদন জানিয়ে ১১ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন পিনারাই বিজয়নও।

বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নবীনজি আমায় গতকাল রাতে ফোন করেছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীও চান কেন্দ্র যেন সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়। কেন্দ্রীয় সরকার রাজ্যকে কেন আলাদা করে নিজের দায়িত্বে ভ্যাকসিন আমদানি করতে বলছে? রাজ্য সরকার এটা করতে পারে না। কেন্দ্রের উচিত ছিল সব রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , আমরা এই প্রস্তাবে সম্মতি জানাচ্ছি। সব রাজ্যই এই প্রস্তাবের পক্ষে রয়েছে।

তবে কেন্দ্রের সঙ্গে সার্বিকভাবে সুসম্পর্ক বজায় রাখা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের এই চিঠি জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। নবীন প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। করোনার পরবর্তী ঢেউ থেকে জনগণকে রক্ষা করতে যত দ্রুত সম্ভব কেন্দ্রের মদতে যাতে টিকাকরণ করা হয়, সেই আবেদনই এই চিঠিতে জানিয়েছেন তিনি।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version