Sunday, November 16, 2025

স্ত্রী কৃষ্ণা রায় অসুস্থ। হাসপাতালে একমো সাপোর্টে রয়েছেন। তিনি নিজেও অসুস্থ। এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাসপাতালে যাওয়া নিয়ে কার্যত কটাক্ষের সুর সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের মুখে। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়ে গিয়েছে।

বুধবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়ার পরেই বিজেপিতে বার্তা যায়। মুকুলের স্ত্রী প্রায় এক মাস অসুস্থ। এর মাঝে দলের প্রায় কোনও নেতা হাসপাতালে যাননি। অভিষেক যাওয়ার পরেই দিল্লির নির্দেশে হাসপাতালে যান দিলীপ ঘোষ। সকালে ফোন করেন প্রধানমন্ত্রীও। দিলীপ ঘোষের হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে মুকুল বলেন, কে কেন দেখা করতে গিয়েছিলেন, জানি না। এটুকু জানি, আমাকে ফোন করে উনি যাননি। জানিয়েও যাননি। আর দিলীপ বুধবার বলেছিলেন, সঙ্কটের মুহূর্তে সকলের পাশে থাকা উচিত। দিলীপ-মুকুল লড়াইয়ের কথা সকলেই জানেন। রাজনৈতিক মহল বলছে, এই সঙ্কটের মুহূর্তে সেটাই ফের সামনে এসে পড়ল।

আরও পড়ুন:কৃষ্ণা ‘মাতৃসমা’: মুকুল-জায়াকে দেখতে যাওয়া প্রসঙ্গে মন্তব্য অভিষেকের

অন্যদিকে প্রধানমন্ত্রীর ফোন করা নিয়ে মুকুল বলেন, প্রধানমন্ত্রী পদটাকে এভাবে দেখা ঠিক হবে না। উনি সকাল সাড়ে দশটা নাগাদ ফোন করে খোঁজ নেন। যাঁরা আমার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছেন, তাঁদের সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

কিন্তু বাস্তব হলো, একটি অসুস্থতা বহু প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। যার চর্চা আগামী কিছুদিন চলবে।

Related articles

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...
Exit mobile version