Monday, August 25, 2025

জুলাই পর্যন্ত ডোমিনিকাতেই মেহুল, খালি হাতে ভারতে ফিরল ‘মিশন চোকসি’ টিম

Date:

Share post:

পলাতক মেহুল চোকসিকে(Mehul Choksi) ভারতে ফেরাতে বিলাসবহুল বিমান ভাড়া করে ডোমিনিকা(Dominica) গিয়েছিলেন ভারতের বিশেষ দল। যদিও আইনি জটিলতার জেরে আপাতত ফিরে আসতে হচ্ছে ‘মিশন চোকসি’ টিমকে(mission Choksi team)। জানা গিয়েছে, মেহুল চোকসির বিরুদ্ধে আপাতত দুটি মামলা চলছে সেখানকার আদালতে। সেই মামলা শুনানি তারিখ জুলাই মাসে ফেলেছে সেখানকার হাইকোর্ট। পাশাপাশি প্রত্যার্পনের তারিখও বাড়িয়েছে আদালত। যার জেরেই কাতার এয়ারওয়েজের ভাড়া করা বিমানে আপাতত ফিরে আসতে হচ্ছে ভারতের আট সদস্যের দলকে।

ভারত থেকে যে টিমকে পাঠানো হয়েছিল তারা পুরোপুরি নিশ্চিত ছিল মেহুল চোকসিকে ভারতে ফেরাতে কোন রকম সমস্যা হবে না। হয়তো কোন রকম সমস্যা হতো না যদি ডোমিনিকা আদালত মেহুলকে নির্বাসনের অনুমতি দিত। কিন্তু ডোমিনিকা হাইকোর্ট বৃহস্পতিবার চোকসি মামলায় শুনানি স্থগিত করে দেয়। পাশাপাশি অবৈধভাবে ডোমিনিকা প্রবেশের মামলায় মেহুলের জামিনও খারিজ করা হয়। যদিও জামিনের জন্য সমস্ত রকম চেষ্টা চালায় মেহুলের আইনজীবী। দাবি করা হয় এই ধরনের মামলায় এর আগেও অনেকেই জামিন পেয়েছে। তবে আদালতের তরফে স্পষ্ট ভাবে জানানো হয় মেহুলের বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ জারি রয়েছে ফলে তার জামিন মিলতে পারে না।

আরও পড়ুন:ফাঁকা স্টেডিয়ামে গ্যাসকেটকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

উল্লেখ্য, পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত মেহুল চোকসি ২০১৭ সালে ভারত থেকে পালিয়ে আশ্রয় নেয় অ্যান্টিগুয়াতে। এদিকে ভারত সরকারের তরফে মেহুলকে ফেরাতে তৎপরতা শুরু হতেই অ্যান্টিগুয়া থেকে কিউবা পালানোর চেষ্টা করে জালিয়াত। যদিও কিউবা পালানোর আগেই ডোমিনিকাতে গ্রেফতার করা হয় তাকে। বর্তমানে সেখানেই জেলবন্দি পলাতক ওই হিরে ব্যবসায়ী। মেহুলকে ফেরাতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছিল ভারত সরকার। আপাতত শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই ফিরে আসতে হচ্ছে মিশন চোকসি টিমকে।

Advt

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...