অতিমারির জেরে আর্থিক মন্দার মধ্যে দাম বাড়ছে জ্বালানির, কলকাতায় পেট্রোলের নতুন দাম কত?

ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। অতিমারি পরিস্থিতির মধ্যে প্রায় শেষ দু’মাসে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। এমন অবস্থায় একনাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ, শুক্রবার কলকাতায় ফের পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে নতুন দাম হল ৯৪ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৮ পয়সা। এখন নতুন দাম লিটারে ৮৮ টাকা à§«à§§ পয়সা।

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এবং এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

আরও পড়ুন-মুকুল নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক দিলীপ

অন্যদিকে ২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। বাকি তিন মেট্রো শহর, দিল্লি, চেন্নাই এবং কলকাতাতেও পেট্রোলের দাম ১০০-র আশেপাশে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।