ক’দিন পরই সূর্যগ্রহণ, কোথায় কোথায় দেখা যাবে এই ‘রিং অব ফায়ার’

আর মাত্র কয়েকটা দিন। তারপরই আগামী ১০ জুন পৃথিবীর আকাশে দেখা যাবে সূর্যগ্রহণ। এদিন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসবে। ফলে সূর্যের প্রায় ৯৪.à§© শতাংশই ঢেকে যাবে। শুধু দেখা যাবে সূর্যের চারপাশের বলয়। যাকে অনেকেই ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। তবে, এবারের সূর্যগ্রহণ ভারত থেকে তেমনভাবে দেখা যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

এবারের সূর্যগ্রহণ কানাডা এবং আমেরিকার উওর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তরমেরু থেকে ভালোভাবে দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমনকি রাশিয়ার সাইবেরিয়া থেকেও সরাসরি দেখতে পাওয়া যাবে ‘রিং অব ফায়ার’। অন্যদিকে ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ এবং কুমেরুর উত্তরভাগ থেকে আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানানো হয়েছে। ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। শেশ হবে সন্ধ্যা ৬টা ৪১মিনিটে। এরমধ্যে পূর্ণগ্রাস দেখা যাবে বিকেল ৪টে ১১মিনিটে।