Friday, May 16, 2025

ফ্রন্ট ঠিকভাবে চলছেনা, বিমানের কাছে লিখিত জবাব দাবি ফরওয়ার্ড ব্লকের

Date:

ভোট পরবর্তী সময়ে কং- বাম জোট বলে কিছু আছে কি’না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট যেভাবে চলছে তাতেও অসন্তুষ্ট ফরওয়ার্ড ব্লক।

বামফ্রন্ট শরিকদের মধ্যে কোন্দল নতুন কিছু নয়৷ একুশের ভোটে নিশ্চিহ্ন হওয়ার পর এই মনোমালিন্য আরও বৃদ্ধি পেয়েছে৷ বিধানসভা ভোটে ফ্রন্ট মুছে যাওয়ার পর বড় শরিককে তোপ দাগা শুরু করেছে ছোট শরিকরা। ফ্রন্ট যেভাবে চলছে তা নিয়ে এবার প্রশ্ন তুলেছে ফরওয়ার্ড ব্লক।

কং-বাম জোট এবং বামফ্রন্ট নিয়ে ফব-র বিরক্তি এতখানি যে বৃহস্পতিবার আলিমুদ্দিনে সিপিএম- ফরওয়ার্ড ব্লক দ্বিপাক্ষিক বৈঠকে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে কার্যত লিখিত জবাব চেয়েছে তাঁরা৷ আলিমুদ্দিন সূত্রের খবর, বৈঠকে ফব নেতারা ফ্রন্ট এবং জোট নিয়ে একাধিক প্রশ্ন তুলে ফ্রন্ট চেয়ারম্যানের কাছে জবাব চেয়েছেন৷
সমস্ত অভিযোগের কথা লিখিতভাবে জানাবে ফরওয়ার্ড ব্লক। জবাবও চেয়েছে লিখিতভাবেই৷
লিখিত জবাব দিতে রাজি হয়েছেন বিমান বসু।

আরও পড়ুন-আব্বাসের সঙ্গে জোট করেই নিশ্চিহ্ন কংগ্রেস, AICC-কে রিপোর্ট চৌহান-কমিটির

এ দিন আলিমুদ্দিনে শুধুমাত্র ফরওয়ার্ড ব্লকের নেতাদের নিয়ে বৈঠকে বসে সিপিএম। বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, নরেন চট্টোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, হাফিজ আলম সাইরানিরা। ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয়, যেভাবে ফ্রন্ট চলছে, তাতে সমস্যা বাড়বে। কোনও আলোচনা ছাড়াই বড় শরিকের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে ছোট শরিকদের ঘাড়ে।
শুধু ফরওয়ার্ড ব্লক নয়, ফ্রন্ট তথা জোটের কার্যপদ্ধতিতে খুশি নয় বাকি শরিকরাও।

জানা গিয়েছে, ফব-র অভিযোগগুলি মন দিয়ে শুনেছেন বিমান-সূর্যরা। অভিযোগসমূহ লিখিতভাবে দিতে বলা হয়েছে। পালটা ফব নেতারাও দাবি করেন, সেক্ষেত্রে অভিযোগের জবাবও লিখিত আকারেই দিতে হবে বামফ্রন্ট চেয়ারম্যানকে। ফব-এর দাবি মেনে লিখিত আকারের জবাব দেবেন বলে জানিয়েছেন বিমান বসু।

Related articles

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...
Exit mobile version