Tuesday, May 6, 2025

নতুন দায়িত্বে সম্মানিত, দেশের সর্বত্র পৌঁছে দেব তৃণমূলনেত্রীর বার্তা: টুইট অভিষেকের

Date:

তৃণমূল কংগ্রেসে বড়সড় রদবদল। আরও গুরুত্ব বাড়ল তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন তিনি। এরপরই নতুন ভূমিকা নিয়ে টুইট করেন অভিষেক। তিনি লেখেন:

“দল আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে তাতে আমি সম্মানিত। আমি দলের প্রত্যেক সৈনিককে ধন্যবাদ জানাই। তাঁরা সমস্ত প্রতিকূলতার পরেও আমার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছিলেন এবং বাংলাকে জয়ী করতে সাহায্য করেছিলেন। আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমি জনগণের সেবায় কোনও ত্রুটি ছাড়ব না। ভারতের প্রতিটি কোণে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেব। আমি দলের বর্ষীয়ান সহকর্মীদের প্রণাম জানাই। সমস্ত প্রতিকূলতার পরেও দলের পাশে দাঁড়িয়েছেন।”

বিধানসভা নির্বাচনের প্রচার হোক বা বিপুল জয়ের পরে অভিনন্দন জানানো- সব বিষয়ই দলীয় কর্মীদের গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন, নিচুতলার কর্মীরাই তৃণমূলের সম্পদ। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ল্যান্ড স্লাইড ভিকট্রির পিছনে তাঁকেই নেপথ্য নায়ক বলছে সব মহল। এই পরিস্থিতিতে অভিষেকের দলে গুরুত্ব বৃদ্ধির আভাস ছিলই। সে মতোই যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল অভিষেককে। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে দেখা গিয়েছে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গলমহল থেকে সীমান্ত- ভোট প্রচারে ছুটে বেড়িয়েছেন তিনি। এবার তৃণমূল নেত্রীর বার্তা ভারতের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেন অভিষেক। নতুন দায়িত্ব পেয়ে দলের কর্মীদের প্রতি সম্মান জানিয়ে প্রকৃত নেতার ভূমিকা পালন করলেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- উহানের ল্যাব থেকে মুছে ফেলা হয়েছে করোনার উৎস, দাবি গবেষকের

 

Related articles

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...

হিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও...
Exit mobile version