সকলের টিকাকরণ হওয়ার আগেই আসতে পারে তৃতীয় ঢেউ, আশঙ্কা নীতি আয়োগ কর্তার

করোনা আক্রান্তের সংখ্যা কমেছে উত্তর ২৪ পরগণা ও কলকাতায়, বাড়ছে এই দুই জেলায়

করোনা ভাইরাসের(coronavirus) বিরুদ্ধে লড়তে টিকাকরণে জোর দেওয়ার উদ্দেশ্যে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারত সরকার(Indian government)। আদালতে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সফল দেশবাসী টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে। তবে পরমা বিধি মানার ক্ষেত্রে সামান্য গা-ছাড়া মনোভাব যেকোনো সময়ে দেশে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে বলে সাবধান করে দিলেন নীতি আয়োগ এর সদস্য বিনোদ পল। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করলেন দেশবাসীকে টিকাকরণ এর আওতায় আনতে যতটা সময় প্রয়োজন তার আগেই সংক্রমনের তৃতীয় ঢেউ চলে আসতে পারে ভারতে।

এদিকে তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউয়ের হানায় করোনাভাইরাসের চরিত্রগত কোন পরিবর্তন হবে? এবং কোন স্ট্রেন চরিত্র পাল্টে সংক্রমণ ছড়ানোয় অগ্রণী ভূমিকা নেবে তা এখনই বলতে পারছেন না কেউ। তবে দ্বিতীয় ঢেউয়ের হানাদারিতে যে ভাইরাস ছিল তা হল ডেল্টা স্ট্রেন (বি.১.৬১৭.২)। ভারতে খুঁজে পাওয়া এই স্ট্রেনকে ইতিমধ্যেই উদ্বেগজনক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের তরফে আগেই জানানো হয়েছে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গেলে টিকাই একমাত্র রাস্তা। যত দ্রুত দেশবাসী টিকাকরণ সম্পন্ন হবে ততো বিপদমুক্ত হবে দেশ। যে গতিতে টিকাকরণ এগোচ্ছে তাতে কতদিনে তা শেষ হবে তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল। আর সেই সুযোগে করোনার তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তাহলে তার যে ভারতের জন্য ফের বিপদবার্তা বয়ে আনবে তা বলার অপেক্ষা রাখে না।

Advt

Previous articleট্রাম্পকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক
Next articleভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে বাম প্রার্থী মীনাক্ষী! কী বললেন DYFI নেত্রী?