Saturday, August 23, 2025

১৪ জুন থেকে ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু হতে চলেছে দিল্লিতে

Date:

Share post:

লকডাউনের (lockdown) টানা বন্দিদশা থেকে রাজধানীকে এবার ধাপে ধাপে মুক্ত করতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (chief minister Arvind Kejriwal)। শনিবার সাংবাদিক বৈঠক করে সে কথাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল জানিয়েছেন, “আগামী ১৪ জুন ভোর পাঁচটা পর্যন্ত লকডাউন থাকবে। তারপর থেকে ধাপে ধাপে শুরু হবে আনলক প্রক্রিয়া (step by step unlock process)। তবে আনলক প্রক্রিয়া শুরু হলেও করোনাভাইরাসের তৃতীয় ঢেউ(third wave of coronavirus) যাতে জনজীবনকে ফের বিপর্যস্ত করতে না পারে সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে। বিশেষত শিশুদের সুরক্ষার জন্য একটি প্যানেল এবং একটি টাস্ক ফোর্স গঠন করার উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল লকডাউনের মেয়াদ বৃদ্ধির সময় ঘোষণা করেছিলেন যে বিশেষজ্ঞ চিকিৎসক ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনার পরই ধাপে ধাপে আনলকের সিদ্ধান্ত নেওয়া হবে। এ দিন তিনি জানান, রাজ্যে সংক্রমণের হার ৫ শতাংশের কম হওয়ায় আগামী ১৪ জুন থেকে রাজ্যে একাধিক পরিষেবা চালু হবে । তবেকোভিড বিধি পুরোপুরি বজায় রেখে।

আনলক প্রক্রিয়ায় যে যে পরিষেবাগুলিকে চালু  রাখা হবে সেগুলি হল :

জোড়-বিজোড় নীতিতে শপিং মলের দোকানগুলি খোলা হবে। অর্থাৎ একদিন শপিং মলের অর্ধেক দোকান খোলা হবে, পরেরদিন বাকি দোকানগুলি খোলা হবে।

অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধের দোকান সারাদিনই খোলা থাকবে।

৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলি খোলা হবে। তবে যদি বাড়িতে বসে কাজ করা সম্ভব হয়, তাদের যতদিন পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম রাখা যায় ততই ভালো।

সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মীরা রোজই আসতে পারবেন। কাজ করতে পারবেন। কিন্তু তাদের অধীনে কর্মচারীদের কেবল ৫০ শতাংশই অফিসে আসবে।

দিল্লির মেট্রো পরিষেবাও চালু করা হচ্ছে । তবে এক্ষেত্রেও কেবল ৫০ শতাংশ যাত্রী পরিবহনে অনুমতি দেওয়া হয়েছে।

অনলাইনে পণ্য ডেলিভারি চালু হচ্ছে।

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...