দূষণ রুখতে পেট্রোলের সঙ্গে মেশানো হবে ইথানল, বিশ্ব পরিবেশ দিবসের বার্তা মোদির

পরিবেশ দূষণ এক গুরুতর সমস্যা আগামী বিশ্বের জন্য। আর এই বিষয়টি বিশ্বের বাকি দেশগুলোর পাশাপাশি ভালই বোঝে ভারত। শনিবার বিশ্ব পরিবেশ দিবস(World environment day) উপলক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানেই দূষণ রুখতে একাধিক পদক্ষেপের বার্তা দিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে ইথানলের(ethanol) সংমিশ্রণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী দিনে ভারত ইথানলের ব্যবহারের ওপর আরও জোর দেবেন বলে জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত আরও একটি বড় পদক্ষেপ নিল। ইথানল সেক্টরের উন্নতির বিস্তারিত পথ নির্দেশিকা আজ প্রকাশ করা হয়েছে। অথচ আজ থেকে à§­-à§® বছর আগে ইথানল নিয়ে দেশে সেভাবে চর্চাই হত না। কিন্তু ইথানল একবিংশ শতাব্দীর ভারতের অন্যতম অগ্রগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ ইথানলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় সুফল পাচ্ছেন দেশের কৃষকরা। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারত এমন একটা রাস্তা বেছে নিয়েছে যার মাধ্যমে পরিবেশবিজ্ঞান ও অর্থনীতি একসঙ্গে এগিয়ে যেতে পারে। পরিবেশকে রক্ষা করতে গেলে যে উন্নয়নের কাজকে আটকে রাখার প্রয়োজন পড়ে না তা প্রমাণ করে ভারত গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্থাপন করেছে।’

আরও পড়ুন:এক ব্যক্তি এক পদ চালু: ভার্চুয়াল মেগা শীর্ষ বৈঠকে ঘোষণা মমতার

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ উদ্যোগে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানের শুরুতে কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পেট্রোলের সঙ্গে ইথানলের সংমিশ্রণ ও বায়োগ্যাস সংক্রান্ত আলোচনা হয় সেখানে। এছাড়া এই অনুষ্ঠান থেকেই পুনের তিনটি জায়গায় ই-১০০ বিতরণ স্টেশনের পাইলট প্রোজেক্টের সূচনা করেন মোদী। এই স্টেশনগুলির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ইথানল সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।