ইংল‍্যান্ড পৌঁছে মজার পোস্ট বিরাট-পত্নী অনুষ্কার

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল( world test championship final) খেলতে ইতিমধ্যেই ইংল‍্যান্ড ( england)পৌঁছে গিয়েছে ভারতীয় দল( india team)। ইংল‍্যান্ড পৌঁছে এদিন মজার পোস্ট বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার।

ইংল‍্যান্ড পৌঁছে এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কে রাহানেরা। আপাতত তিনদিন কেউ কোনও সতীর্থের সঙ্গে দেখা করতে পারবেন না। তিনদিন পর তাঁরা অনুশীলন শুরু করতে পারবেন।

ক্রিকেটারদের সঙ্গে এই সফরে উড়ে গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। এদিন ইংল‍্যান্ড পৌঁছে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অনুষ্কা শর্মা। সেখানে তিনি লেখেন,” বাইরের কাজ ঘরে এনো না, এই কথাটা অন্তত কিছুদিনের জন্য কোহলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।” ছবিতে দেখা যায় বিরাট-পত্নী  হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছেন।  পিছনে রয়েছে সাউদাম্পটনের মাঠ।

আরও পড়ুন:৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান দলে মইন পুত্র

Advt