৩০ কেজি ওজন কমিয়ে পাকিস্তান দলে মইন পুত্র

ইংল‍্যান্ড( England ) ও ওয়েস্ট ইন্ডিজ(west indies) সফরের জন‍্য পাকিস্তান( Pakistan ) দলে ডাক পেলেন মইন খানের(moin khan)  ছেলে আজম খান( ajam.khan)। ইংল‍্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  তিন ও পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।

বাবা মইন খান প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার হলেও, জাতীয় দলে ডাক পেতে কালঘাম ছুটে গিয়েছে আজমের। জাতীয় দলে ডাক পাওয়ার জন‍্য করেছে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে।

গত পাকিস্তান সুপার লিগে পাঁচ ম‍্যাচে ৯৮ রান করেছিলেন আজম, তবে একেবারে লোয়ার মিডল অর্ডার ফিনিশার হিসাবে খেলায় সেভাবে সুযোগ পাননি ব‍্যাটিংয়ের। কিন্তু তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৪ এর কাছাকাছি। আর তারপেরই নির্বাচকদের নজরে পড়েন তিনি।

তবে এখানেই শেষ নয়। পাকিস্তান দলে আরও আগেই দরজা খুলে যেত আজমের। কিন্তু ১৩০ কিলো ওজন হওয়ার জন‍্য দলে ডাক পেতেন না তিনি। ফিটনেসে বার বার আটকে যেতেন আজম। রিপোর্ট অনুযায়ী গত ১২ মাসে ৩০ কিলো ওজন কমান মইন পুত্র।

আরও পড়ুন:ক্ষুব্ধ ব্রাজিল, কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে পেলের দেশ

Advt

Previous articleআকাশের ওপারে আরেক আকাশ…সুখেন্দু শেখর রায়ের কলম
Next articleএবার বেসুরো প্রবীর: মাতৃবিয়োগে শোকজ্ঞাপন মমতা, পাত্তা নেই বিজেপি রাজ্য নেতৃত্বের