Saturday, August 23, 2025

ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে বাম প্রার্থী মীনাক্ষী! কী বললেন DYFI নেত্রী?

Date:

সদ্য সমাপ্ত একুশের হাইভোল্টেজ রাজ্য বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী (CM) হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) তবে নন্দীগ্রামে (Nandigram) তিনি নিজে জয় পাননি। যদিও নন্দীগ্রামের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Election) প্রার্থী হতে চলেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেবে বলে কংগ্রেস (Congress) হাইকম্যান্ডকে প্রস্তাব দিয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury) কিন্তু জোটসঙ্গী সিপিএম (CPIM) বা বামেরা (Left front) “বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী” ফর্মুলাতে হাঁটতে চায়। তাই নিশ্চিত হার বুঝেও কংগ্রেস প্রার্থী না দিলেও বামেদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে বলেই খবর।

আরও পড়ুন:ট্রাম্পকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক

আর তারপর থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাম প্রার্থী কে হবেন তা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একুশের বিধানসভা নির্বাচনে এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। ভোটের প্রচার থেকে শুরু করে ফলাফলের শেষলগ্ন পর্যন্ত দুই হেভিওয়েটের হাড্ডাহাড্ডি লড়াই। যদিও তারই মধ্যে নজর কেড়েছিলেন বামেদের তরুণ প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মমতা-শুভেন্দু দ্বৈরথে চিড়ে চ্যাপ্টা হওয়ার আগে পর্যন্ত দারুণভাবে লোকের মুখে মুখে অন্তত লড়াইয়ে ছিলেন মীনাক্ষী। যদিও ফলাফল শেষে মীনাক্ষীর ঝুলিতে এসেছিল কেবলমাত্র ৬১৯৮টি ভোট। গোহারা হারের পরও নতুন প্রজন্মের উপরই ভরসা রাখতে চায় আলিমুদ্দিন! শোনা যাচ্ছে, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মীনাক্ষীকেই ফের প্রার্থী করতে পারে বামেরা।

কিন্তু মীনাক্ষী কী বলছেন?

DYFI নেত্রীর কথায়, “এসব জল্পনা শুধু সোশ্যাল মিডিয়ায় চলছে। আমার কিছু জানা নেই। আমাদের পার্টিতে আলোচনার মাধ্যমে সবকিছু স্থির হয়। সংযুক্ত মোর্চা যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করবেন। আমরা তো পার্টি কর্মী। পার্টি বলেছে নবান্ন অভিযান করতে, রেড ভলান্টিয়ারের কাজ করতে, করেছি। তেমনই পার্টি নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আমার মনোনিত করেছিল। সেই দায়িত্বও পালন করেছি। আগামীদিনে যে নির্দেশ দেবে সেটা পালন করবো।”

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version