Saturday, November 8, 2025

পাওনা ৫ হাজার কোটি দ্রুত মেটান, নির্মলাকে কড়া চিঠি অমিতের

Date:

কেন্দ্রের কাছে বাংলার বকেয়া অর্থ চেয়ে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে (Central Finance Minister) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী (State Finance Minister) অমিত মিত্র (Amit Mitra)। পশ্চিমবঙ্গের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব দিয়ে দিন, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Shitaraman) কড়া চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে জিএসটির (GST) ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও অন্তত ৫ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন অমিত মিত্র।

একদিকে করোনা মহামারি, গোদের উপর বিষ ফোঁড়ার মতো অন্যদিকে ইয়াস ঘূর্ণিঝড়ে ফলে বিপর্যয়। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পরিষেবায় অর্থের প্রয়োজন। রাজ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, কিন্তু কেন্দ্র পাওনা টাকা আটকে রাখায় রাজ্যের পক্ষে সেই কাজে গতি আনতে প্রবল আর্থিক সংকটের মুখে পড়ছে।

এবার কেন্দ্রের কাছে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে সরব হলেন অমিত মিত্র। কেন গত ১০ মাস (২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি) রাজ্যকে তার পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে তিনি বলেছেন, “প্রাপ্য ৪ হাজার ৯১১ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিন।” পাশাপাশি চিঠিতে তিনি উল্লেখ করেন, তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছিল কেন্দ্র। তারপরই বিশ্বব্যাপী মহামারী এসেছে। ফলে জিএসটি ক্ষতিপূরণের বিষয়টি হিসেব মতো পাঁচ বছরে স্থিতিশীল হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০২২ সালের জুলাই মাসের পরেও আরও অন্তত ৫ বছর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক।

 

Related articles

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...
Exit mobile version