Sunday, November 9, 2025

উদাহরণ ডেনমার্কের ‘বারগেন’: মহিলা বাঙালি প্রধানমন্ত্রী আর ‘হ্যাশট্যাগদিদি’কে জুড়ছে সোশ্যাল মিডিয়া

Date:

সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগনেক্সটপিএমদিদি (#nextpmdidi)। আর ওয়েব সিরিজে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী ‘মিস বসু’। রাজনীতি-বিনোদনের মঞ্চে তুমুল ঝড়। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) ও সামান্থা (Samantha) অভিনীত ‘ফ্যামিলি ম্যান টু’ মুক্তির আগে নানা বিতর্ক ছিল। নির্ধারিত দিনের আগেই মুক্তি পেয়েছে ফ্যামিলি ম্যান 2। নির্মাতাদের মতে, সিরিজটির শুটিং অনেক আগেই হয়ে গিয়েছিল। দ্বিতীয় সিজনের মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। অতিমারির জেরে তা পিছিয়ে যায় জুনে। কিন্তু মুক্তির পর চর্চার শীর্ষে একটি চরিত্র।

সিরিজে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী ‘মিস বসু’। যাঁকে পর্দায় দেখে চমকে উঠেছেন দর্শকরা। কারণ, পিএম বসুকে একেবারে তৃণমূল (Tmc) সুপ্রিমোর আদলে তৈরি করা। পোশাক, কথা বলার ধরণ, সীমা বিশ্বাসের চরিত্রায়ণ- দেখার পরই সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা উসকে দিয়েছে।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘হ্যাশট্যাগনেক্সটপিএমদিদি’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সময়ের পদক্ষেপ তাঁকে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকারের শক্তিশালী বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, সর্বভারতীয় ক্ষেত্রেও অবিজেপি দলগুলির জোটের অন্যতম প্রধান মুখ হিসেবে জল্পনা উস্কে দিয়েছে। সেই জল্পনাকেই আরও একটু উস্কে দিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মিস বসু।

আরও পড়ুন:পাওনা ৫ হাজার কোটি দ্রুত মেটান, নির্মলাকে কড়া চিঠি অমিতের

এই জল্পনার আরও একটা কারণ ডেনমার্কের ‘বারগেন’ সিরিজ। সেই সিরিজেও দেখানো হয়েছিল এক মহিলা প্রধানমন্ত্রীকে। আর তারপরেই সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হেলা সেমেট (Hela Semet)। ডেনমার্কের (Denmark) জনপ্রিয় এই সিরিজটি মুক্তি পায় 2010-এ। পরপর তিনটে সিটিজই রাজনৈতিক নাটকীয়তায় পরিপূর্ণ। ছিল সেখানকার প্রশাসন, সে দেশের সুপ্রিম কোর্ট, রাজনৈতিক টানাপোড়েন। সবমিলিয়ে জমজমাট কাহিনী ছিল বারগেনের। সেখানেও হেলার সঙ্গে মিল ছিল চরিত্রের। আর তারপরেই সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হেলা সেমেট। এর ফলেই ফ্যামিলি ম্যান 2 এবং মিস বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। মিস বসুর চরিত্রের চিত্রায়ন সীমা বিশ্বাসের (Sima Biswas) উপর করা হয়েছে তা একেবারেই দিদির আদলে বলে মনে করছেন অনেকেই। তার সঙ্গে জুড়ে গিয়েছে হ্যাশট্যাগ নেক্সটপিএমদিদি। তবে, সব মিলিয়ে ওয়েব সিরিজের জনপ্রিয়তায় খুশি আমাজন।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version