Friday, November 14, 2025

মোদি সরকার স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত: তীব্র আক্রমণ অমর্ত্য সেনের

Date:

কোভিড মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। শনিবার, মুম্বইয়ের (Mumbai) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমর্ত্য সেন বলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নয়, কেন্দ্রীয় সরকার নিজেদের জাহির করতে চেয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের নিশানায় মোদি সরকারের কৃতিত্ব জাহিরের চেষ্টা। অমর্ত্য সেন বলেন, নিজের ক্ষমতা কতটা আছে সেটা না বুঝেই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এমন একটা ভাব দেখিয়েছে যেন করোনা থেকে সারা বিশ্বকে ভারতই রক্ষা করবে। এটাই স্কিৎসোফ্রেনিয়া (Schizophrenia) বলে তীব্র কটাক্ষ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত ছিল। দ্বিধাগ্রস্ত থাকায় উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রভাব পড়েছে দেশের জীবন-জীবিকার উপর।

কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধি লক্ষণ। সেটাই ভারত করেছে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখাকে উদ্বৃত করে ভর্ৎসনা করেন অমর্ত্য সেন।

আরও পড়ুন:আমফানের পর এবার ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, মিলবে ক্ষতিপূরণ?

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের বিভিন্ন নীতি নিয়ে কটাক্ষ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কড়া সমালোচনা করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের। এরফলেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজেপি নেতৃত্বের। এমনকী, তাঁর বিরুদ্ধে আক্রমণ করতেও পিছপা হয়নি গেরুয়া শিবির। তবে এবার কেন্দ্রীয় সরকারকে স্কিৎজোফ্রেনিযক বলার পরে এখনও কোনো মন্তব্য করেননি বিজেপি নেতৃত্ব।

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version