Monday, November 10, 2025

অপেক্ষা সুপ্রিমোর গ্রিন সিগন্যালের, কংগ্রেস, ফব ভেঙে এবার কেরলে তৈরি হচ্ছে তৃণমূল

Date:

কেরলে ভাঙন ধরেছে কংগ্রেসে। কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোটও ক্রমশ নড়বড়ে হচ্ছে৷ এই জোটের বহু কংগ্রেস নেতা এবং জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লকের নেতারা এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে তৈরি। তৃণমূল সুপ্রিমোর চূড়ান্ত অনুমোদন পেলেই কেরলে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে। তৃণমূলের শীর্ষস্তরের সবুজ সংকেত মিললে এবার কেরলেও ভিত শক্ত ভিতে দাঁড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস।

২০১১ সালে কেরলে তৃণমূল প্রথমবার পা রেখেছিলো৷ বাংলার কৌশলে কেরলেও সিপিএমের বিজয় রথ থামানোর চেষ্টায় ছিলো তৃণমূল। কিন্তু বেশিদিন ধরে রাখা যায়নি দলকে। সেই সময় এর কারণ হিসাবে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া এক নেতাকেই দায়ি করেছে মালয়ালি নেতৃত্ব৷ তৃণমূলের উদাসীন মনোভাবের কারণেই এই প্রচেষ্টা ২০১৫-তে ভেঙে যায়। ২০১৫-র পর এই নেতারা যোগ দেন কেরলের সিপিএম বিরোধী ফরওয়ার্ড ব্লকে। কেরলে এবার সিপিএম বিরোধী ফরওয়ার্ড ব্লক হাত মিলিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন UDF-এর সঙ্গে। তবে একুশের ভোটের আগেই নির্বাচনে আসন রফা নিয়ে ফের বিরোধ শুরু হয় ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের মধ্যে। ওদিকে কেরলে ফের সরকার গড়েছে পিনরাই বিজয়ন। আর UDF- এ হারের কারণ হিসেবে একে অপরের দিকে আঙুল তুলছে সিপিএম আর কংগ্রেস।

রাজনৈতিক মহলের ধারনা, এই পরিস্থিতিতে কেরলের একদা তৃণমূলের নেতা-নেত্রীরা, যারা প্রথমে ফরওয়ার্ড ব্লক এবং পরে কংগ্রেসের হয়ে ভোট লড়েছেন, তাঁরা এবার চাইছেন কেরলে ফের ঘুরে দাঁড়াক তৃণমূল কংগ্রেস। সে কারনেই এখন অপেক্ষা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের।

আরও পড়ুন-ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, তথাগতর কটাক্ষের টুইট, পাল্টা তির দিলীপের

বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পরই দেশে প্রধান বিরোধী মুখ হিসাবে উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪-এর লোকসভা ভোটের আগে দাক্ষিণাত্যে প্রভাব বিস্তার করতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, দলত্যাগী কংগ্রেস নেতাদের সঙ্গে এ মাসের শেষে দিল্লিতে বৈঠকে বসবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলত্যাগী কংগ্রেস নেতা এবং ফরওয়ার্ড ব্লকের নেতাদের অভিযোগ, একুশের বিধানসভা ভোটে সিপিএম গোপনে বিজেপির সঙ্গে আতাঁত করেই পরাজিত করে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোটকে। এই নেতাদের অভিযোগ, কেরল কংগ্রেস এখন নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়েছে। কেরলের প্রদেশ সভাপতি কে সুধাকরণ, রমেশ চেন্নিথালা, উমেন চান্ডিরা যে যার মতো গোষ্ঠী চালাচ্ছেন৷ অভিযোগ, কংগ্রেসের এই নেতারা দলের কথা না ভেবে নিজেদের অনুগামীদের টিকিট পাইয়ে দিতেই ব্যস্ত ছিলেন। নিজেরাই বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের হারাতে তৎপর ছিলেন। তাই ভোটে কংগ্রেসের ভরাডুবি হয়েছে কেরলে।

এ সব কারণেই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শঙ্করানেল্লু-সহ কেরলের বহু কংগ্রেস নেতা। তাঁরা চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেরলে এবার কাজ শুরু করতে৷ ওদিকে, তৃণমূলও চাইছে ২০২৪-এর লোকসভা ভোটের আগেই একাধিক ভিনরাজ্যে সংগঠন বাড়িয়ে নিতে। ফলে কেরলে এবার শক্তপোক্তভাবে তৃণমূলের পা রাখতে চলা সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version