Tuesday, December 16, 2025

বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেব, মন্তব্য দিলীপের, পাল্টা জবাব তৃণমূলের

Date:

ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বিধানসভার ভিতরে বাইরে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ৭৫ জন বিধায়ক নিয়েই বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেবেন। আর তাঁর এই মন্তব্যের উত্তর দিয়েছে তৃণমূলও। তৃণমূলের দাবি, উনি ঠিকই বলেছেন। যে ভাবে বিজেপি ভাংছে তাতে ভবিষ্যতে দল চালাতে গিয়ে ওনাদেরই দমবন্ধ অবস্থা হবে।

রবিবার ফের দিলীপ ঘোষ ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের ঘরছাড়া হওয়ার অভিযোগ তোলেন। রবিবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপ ঘোষ বলেন, “আমাদের হাতে ৭৫ জন বিধায়ক আছেন। আর তা দিয়েই আমার বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেব। আর বাইরেও আমাদের লড়াই জারি থাকবে”।
এদিকে ভোটে পরাজয়ের পিছনে দলীয় কর্মীদের ভীতিকেই দায়ী করে দিলীপ বলেন, ‘বহু এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের কর্মীরা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছেন অনেক জায়গায়। গণনাকেন্দ্র ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে ক্ষতি হয়েছে।’

আরও পড়ুন-রুদ্রনীল-শ্রাবন্তী-পায়েলের নির্বাচনী খরচ কমপক্ষে ৪ কোটি টাকা! হিসেব চাইছেন দিল্লির নেতারা

তবে দমবন্ধ করা মন্তব্যে দিলীপকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হয়, দিপীপবাবু ঠিক কথাই বলেছেন। আসলে নিজেদের কথা অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন। কারণ যে ভাবে দল বদল হচ্ছে তাতে ভবিষ্যতে দল চালাতে গিয়ে ওনাদেরই দমবন্ধ অবস্থা হবে। কারণ শুক্রবারই দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে কী অবস্থা হয়েছিল দিলীপ ঘোষের।

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version