Friday, August 22, 2025

ভবানীপুর উপনির্বাচন: বাঘের খাঁচায় ঢুকতে নারাজ বিজেপির তাবড় নেতারা, সুপ্ত বাসনা রুদ্রনীলের

Date:

এখনও ভোট ঘোষণা না হলেও ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Election) শাসক দলের প্রার্থী দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিশ্চিত পরাজয়ের আসনে প্রধান বিরোধী দল বিজেপির (BJP) প্রার্থী কে? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের অন্দরে খবর, ভবানীপুর উপনির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনায় রাজ্য বিজেপির প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এদের মধ্যে কেউ বলি কাঠের পাঁঠা হতে নারাজ। সত্যি তো, বাঘের খাঁচায় কেই বা ঢুকতে চায়!

বিধানসভা নির্বাচনে ভবানীপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্র থেকে দিল্লির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অজ্ঞ ও অদূরদর্শিতার ফলাফল যা হওয়ার তাই হয়েছে। বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovondev Chatterjee) কাছে গো-হারা হেরেছেন বিজেপির স্বঘোষিত তারকা প্রার্থী। রুদ্রনীলের হারের ব্যবধান ছিল ২৫ হাজারেরও বেশি।

বিধানসভা ভোটে ভবানীপুরে লড়ার প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তথাগত রায়ের। কিন্তু তাঁর ইচ্ছাকে আমল না দিয়ে বাজিমাত করার ইচ্ছা থেকে দিল্লি লবি রুদ্রনীলকে দাঁড় করিয়েছিল। এবার উপনির্বাচনে তাই তথাগতকে দাঁড়ানোর প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানাচ্ছে বিজেপির একটি সূত্র। কিন্তু প্রস্তাব পাওয়া মাত্রই তা নাকচ করে দিয়েছেন তথাগতবাবু।

জানা গিয়েছে, রাজ্য বিজেপির এক পরিচিত মুখ এবং রাজ্য কমিটির ভালো পদে থাকা টেলিভিশন চ্যানেলে অন্যতম মুখপাত্র ওই নেতাকে ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। এই নেতা বিধানসভা ভোটে নদিয়া জেলার একটি সেফ আসন থেকে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু সে সময় তাঁকে পাত্তা দেওয়া হয়নি শুধু নয়, কোনও কেন্দ্র থেকেই টিকিট দেওয়া হয়নি। ওই নেতা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভবানীপুরে দল বিপুল ভোটে হেরেছে। এ বার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে হবে। তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে। তাই বার খেয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে জুয়া তিনি খেলতে পারবেন না।

অগত্যা বেড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য একেবারে পা বাড়িয়ে আছেন সেই তারকা প্রার্থী। হারের ব্যবধান বাড়ে বাড়ুক, তবু তো বলতে পারবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী! এবং মুখ থুবড়ে পড়ার পরও ভবানীপুর অঞ্চলে মাটি কামড়ে পড়ে আছেন রুদ্রনীল। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়তে আপত্তিও নেই তাঁর। তবে পুরোটাই পার্টির সিদ্ধান্ত। পার্টি যা নির্দেশ দেবে সেটাই মেনে চলবেন।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version