Sunday, November 16, 2025

নজরে থিয়েটার-যাত্রা: তাঁর জন্য তৈরি পদের মর্যাদা রাখবেন, জানালেন রাজ

Date:

তৃণমূলের সাংস্কৃতিক সেলের প্রধান হয়ে থিয়েটার-যাত্রায় বিশেষ নজর দিতে চান বলে জানিয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শনিবার, দলের মেগা বৈঠকের রাজ চক্রবর্তীকে তৃণমূলের সংস্কৃতি সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজের আগে এই পদে কেউ ছিলেন না। কারণ, পদটাই ছিল না। নতুন পদ তৈরি করে বসানো হয়েছে রাজকে। আর দায়িত্ব পেয়েই তিনি বলেন, “যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, তার মর্যাদা রাখব। তৃণমূল নেত্রীর সম্মান রাখতে আপ্রাণ চেষ্টা করব”।

আপাতত এই পদের সমস্ত দায়িত্ব বুঝে নেওয়াটাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তবে একই সঙ্গে রাজ জানান, জাতীয় স্তরে বাংলার সংস্কৃতির শীর্ষস্থান ধরে রাখতে উদ্যোগী হবেন।

থিয়েটার এবং যাত্রা-র দিকে বিশেষ নজর দিতে চান বলেও উল্লেখ করলেন চিত্র পরিচালক রাজ। প্রথমে তিনি জানতে চান, তাঁর দায়িত্ব কী? কী ভাবে পালন করবেন? কী ধরনের কাজ করতে হবে? তারপর পরিকল্পনার করবেন।

রাজ বলেন, এক একটি জেলার নিজস্ব সংস্কৃতি রয়েছে। জেলার সেই সংস্কৃতিকে সামনের সারিতে আনতে চান রাজ। সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের ভাল রাখতে চেষ্টা করবেন তিনি।

বাংলার সংস্কৃতি, শিল্পীদের ভাল-মন্দ নিয়ে ভাবনা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata  Bandopadhyay) শনিবার এই পদটির কথা ঘোষণা করেন। দায়িত্ব দেওয়া হয় দলের ব্যারাকপুরের বিধায়ককে। রাজ জানিয়েছেন, তাঁর কথা ভেবেই এই পদটি তৈরি করা হয়েছে, তিনি চেষ্টা করবেন ‘দিদি’র সম্মান রাখার।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version