Friday, August 22, 2025

ভোটে হারার পর কার্যত কোনও কাজ নেই বিজেপি নেতা তথাগত রায়ের, তাঁর দৈনন্দিন টুইট দেখলেই তা বোঝা যায়। এবার পুরনো প্রসঙ্গ টেনে ফের একবার সায়নী ঘোষকে আক্রমণ করতে নামলেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন তিনি। কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার তথাগত টুইটারে লেখেন, “শিবলিঙ্গে কনডম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? “আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস”?

তথাগতর এই টুইট নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে। আসলে অভিনয় থেকে প্রত্যক্ষ রাজনীতিতে নেমেই সায়নীর এমন একের পর এক সাফল্য ঠিক মেনে নিতে পারছেন না তথাগত। তথাগতর সঙ্গে সায়নীর এই লড়াই ভোটের আগেও দেখা গিয়েছিল। ফের একবার সায়নীর সমালোচনা করে রাজ্য রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন তথাগত। তাই শিবলিঙ্গে কন্ডোম পরানোর প্রসঙ্গ টেনে এনে তৃণমূল যুব সভানেত্রী সায়নীকে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন।
কিন্তু তথাগতর এই কুৎসার রাজনীতি যে কাজে দেবে না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন, ভোটে হেরেও শিক্ষা হয়নি। এসব হিন্দু-মুসলমান করে কিছু লাভ হবে না। সব কেন্দ্রে ওই প্রচার করেছে। তারপরও সব জায়গায় সেই হিন্দুরাই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version