Tuesday, May 6, 2025

ভোটে হারার পর কার্যত কোনও কাজ নেই বিজেপি নেতা তথাগত রায়ের, তাঁর দৈনন্দিন টুইট দেখলেই তা বোঝা যায়। এবার পুরনো প্রসঙ্গ টেনে ফের একবার সায়নী ঘোষকে আক্রমণ করতে নামলেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন তিনি। কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার তথাগত টুইটারে লেখেন, “শিবলিঙ্গে কনডম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? “আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস”?

তথাগতর এই টুইট নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে। আসলে অভিনয় থেকে প্রত্যক্ষ রাজনীতিতে নেমেই সায়নীর এমন একের পর এক সাফল্য ঠিক মেনে নিতে পারছেন না তথাগত। তথাগতর সঙ্গে সায়নীর এই লড়াই ভোটের আগেও দেখা গিয়েছিল। ফের একবার সায়নীর সমালোচনা করে রাজ্য রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন তথাগত। তাই শিবলিঙ্গে কন্ডোম পরানোর প্রসঙ্গ টেনে এনে তৃণমূল যুব সভানেত্রী সায়নীকে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন।
কিন্তু তথাগতর এই কুৎসার রাজনীতি যে কাজে দেবে না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন, ভোটে হেরেও শিক্ষা হয়নি। এসব হিন্দু-মুসলমান করে কিছু লাভ হবে না। সব কেন্দ্রে ওই প্রচার করেছে। তারপরও সব জায়গায় সেই হিন্দুরাই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version