Thursday, November 6, 2025

সায়নীকে কটাক্ষের টুইট তথাগতর, পাল্টা জবাব দিলেন অভিষেকও

Date:

ভোটে হারার পর কার্যত কোনও কাজ নেই বিজেপি নেতা তথাগত রায়ের, তাঁর দৈনন্দিন টুইট দেখলেই তা বোঝা যায়। এবার পুরনো প্রসঙ্গ টেনে ফের একবার সায়নী ঘোষকে আক্রমণ করতে নামলেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন তিনি। কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার তথাগত টুইটারে লেখেন, “শিবলিঙ্গে কনডম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? “আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস”?

তথাগতর এই টুইট নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে। আসলে অভিনয় থেকে প্রত্যক্ষ রাজনীতিতে নেমেই সায়নীর এমন একের পর এক সাফল্য ঠিক মেনে নিতে পারছেন না তথাগত। তথাগতর সঙ্গে সায়নীর এই লড়াই ভোটের আগেও দেখা গিয়েছিল। ফের একবার সায়নীর সমালোচনা করে রাজ্য রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন তথাগত। তাই শিবলিঙ্গে কন্ডোম পরানোর প্রসঙ্গ টেনে এনে তৃণমূল যুব সভানেত্রী সায়নীকে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন।
কিন্তু তথাগতর এই কুৎসার রাজনীতি যে কাজে দেবে না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন, ভোটে হেরেও শিক্ষা হয়নি। এসব হিন্দু-মুসলমান করে কিছু লাভ হবে না। সব কেন্দ্রে ওই প্রচার করেছে। তারপরও সব জায়গায় সেই হিন্দুরাই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version