Saturday, August 23, 2025

ভোটে হারার পর কার্যত কোনও কাজ নেই বিজেপি নেতা তথাগত রায়ের, তাঁর দৈনন্দিন টুইট দেখলেই তা বোঝা যায়। এবার পুরনো প্রসঙ্গ টেনে ফের একবার সায়নী ঘোষকে আক্রমণ করতে নামলেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন তিনি। কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার তথাগত টুইটারে লেখেন, “শিবলিঙ্গে কনডম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? “আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস”?

তথাগতর এই টুইট নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে। আসলে অভিনয় থেকে প্রত্যক্ষ রাজনীতিতে নেমেই সায়নীর এমন একের পর এক সাফল্য ঠিক মেনে নিতে পারছেন না তথাগত। তথাগতর সঙ্গে সায়নীর এই লড়াই ভোটের আগেও দেখা গিয়েছিল। ফের একবার সায়নীর সমালোচনা করে রাজ্য রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন তথাগত। তাই শিবলিঙ্গে কন্ডোম পরানোর প্রসঙ্গ টেনে এনে তৃণমূল যুব সভানেত্রী সায়নীকে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন।
কিন্তু তথাগতর এই কুৎসার রাজনীতি যে কাজে দেবে না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন, ভোটে হেরেও শিক্ষা হয়নি। এসব হিন্দু-মুসলমান করে কিছু লাভ হবে না। সব কেন্দ্রে ওই প্রচার করেছে। তারপরও সব জায়গায় সেই হিন্দুরাই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version