Tuesday, May 6, 2025

‘আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিল, CBI ‘অসত্য’ বলছে’, নারদ- মামলায় কোর্টে রাজ্যের স্বরাষ্ট্র দফতর

Date:

Share post:

নারদ-মামলায় গত ১৭ মে CBI চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পরই কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং সেকারনেই CBI গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে আদালতে নিয়ে যেতে পারেনি৷ বাধ্য হয় ভারচুয়াল শুনানিতে৷

আদালতে হলফনামার মাধ্যমে CBI-এর আনা এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিলো রাজ্য সরকার৷ CBI-এর আনা এ সংক্রান্ত প্রতিটি অভিযোগকে ‘অসত্য’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ চিহ্নিত করে হাইকোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব নির্মাল্য ঘোষালের পেশ করা ৪২ পাতার হলফনামায় CBI-এর আনা প্রতিটি অভিযোগ যুক্তি দিয়ে খণ্ডন করা হয়েছে৷ হলফনামার সঙ্গেই সংযুক্ত করা হয়েছে একাধিক তথ্য প্রমাণ, যাতে স্পষ্ট হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত ১৭ মে শহরে আইনশৃঙ্খলা না থাকা, CBI-কে কলকাতা পুলিশের সাহায্য না করার প্রতিটি অভিযোগ অসত্য৷

সোমবার রাজ্যের এই হলফনামা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে দাখিল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, এই হলফনামা নিয়ে রাজ্যের বক্তব্য পরে শোনা হবে৷

রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিবের এই হলফনামায় গত ১৭ মে চার নেতা-মন্ত্রীকে CBI গ্রেফতার করার পর নিজাম প্যালেস এবং বিচার ভবনের পরিস্থিতি ঠিক কেমন ছিলো, তা তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই CBI অসত্য কথা বলেছে আদালতে৷

কী বলা হয়েছে হলফনামায় ?

◾নিজাম প্যালেস, [ এখানেই CBI- এর দফতর এবং চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে এখানেই আনা হয়েছিলো]

১) CBI হলফনামায় অভিযোগ করলেও নিজাম প্যালেসের সামনের রাস্তায় কোনও অবরোধ ছিলোনা৷ এজেসি বসু রোডের গেটের কাছে কিছু লোক নেতা-মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদ করছিলেন শুধুই স্লোগান দিয়ে৷

২) নিজাম প্যালেসের আর একটি গেট আছে ওসি গাঙ্গুলি সরনিতে৷ সেই গেট একদমই ফাঁকা ছিলো৷

৩) এজেসি বসু রোডের গেটের কাছেই ছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ অফিসার৷ ছিলেন ভবানীপুর, শেকসপিয়ার সরণি এবং কালীঘাট থানার ওসি-রা৷ তাঁরাই ভিড় নিয়ন্ত্রণ করছিলেন৷

৪) নিজাম প্যালেস কম্পাউণ্ডের ভিতরে ছিলেন আধা-সামরিক বাহিনীর জওয়ানরা৷

৫) কলকাতা পুলিশের পদস্থ কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন CBI অফিসারদের সঙ্গে৷

৬) CBI-এর তরফে গ্রেফতার হওয়া চারজনকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যেতে একবারও কলকাতা পুলিশকে বলা হয়নি, সাহায্যও চাওয়া হয়নি৷

৭) নিজাম প্যালেসের বাইরের রাস্তায় যারা স্লোগান দিচ্ছিলেন, তাদের দিকে লাঠি হাতে এক সময় তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী৷ এর পরেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ কলকাতা পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দ্রুত৷

৮) CBI হলফনামায় অভিযোগ করলেও বাস্তব এটাই, ওইদিন নিজাম প্যালেসে ঢোকা বা বেরোনোর রাস্তা একবারের জন্যও বন্ধ হয়নি৷ ওখানে থাকা CCTV ফুটেজে দেখা গিয়েছে তিন ঘন্টায় মোট ১২৯টি গাড়ি নিজাম প্যালেসে ঢুকেছে এবং বেরিয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক না থাকলে এটা সম্ভব হতো না৷

৯) CBI-এর দফতর নিজাম প্যালেসের ১৪ এবং ১৫ তলায়৷ ওখানে একজন বহিরাগতও যেতে পারেনি৷

১০) নিজাম প্যালেসের ভিতরে বা বাইরে কোনও ধরনা-বিক্ষোভ হয়নি৷ CBI. আদালতে বার বার ধরনা-বিক্ষোভের কথা বলেছে৷ এ সংক্রান্ত ভিডিও ফুটেজ CBI আদালতে পেশ করুক৷

১১) CBI আধিকারিকরা যাতে সময়ের মধ্যেই বিবাদি বাগ এলাকার আদালতে পৌঁছাতে পারে, সেজন্য ডিসি-সাউথ এবং ডিসি-ট্রাফিকের নির্দেশে যাতায়াতের পথটি “গ্রিণ করিডোর” করে দেওয়া হয়৷ ঠিক সময়ে CBI, বাধাহীণভাবে আদালতে পৌঁছে যায়৷ সঙ্গে ছিলো কলকাতা পুলিশের এসকর্ট টিম৷

১২) গভীর রাতে CBI অভিযুক্তদের নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশের সাহায্য চায়৷ পুলিশ দ্রুততার সঙ্গে সেই ব্যবস্থা করে দেয়৷

১৩) সহযোগিতা না পাওয়া বা বাইরের লোকজনের বাধাদান নিয়ে CBI এখনও পর্যন্ত কলকাতা পুলিশের কাছে কোনও অভিযোগ বা FIR করেনি, কোনও ভিডিও ফুটেজ দেখাতে পারেনি৷ অভিযোগ তোলা ছাড়া CBI এখনও পর্যন্ত এ অসহযোগিতা বা আইনশৃঙ্খলা না থাকার কোনও প্রমাণ পেশ করতে পারেনি৷
১৪) কলকাতা পুলিস ওইদিন নিজাম প্যালেসের বাইরের রাস্তায় থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে অভিযোগ লিপিবদ্ধ করেছে৷

◾ বিচার ভবন [ ব্যাঙ্কশাল কোর্টের বিচার ভবনেই CBI-এর বিশেষ আদালত, এখানেই ১৭ মে চার অভিযুক্তের মামলার ভারচুয়াল শুনানি হয় ]

১) বিচার ভবন চত্বরে মিডিয়ার লোকজন ছাড়া একজন বাড়তি লোকও ছিলোনা৷

২) CBI এখনও পর্যন্ত বিচার ভবনের সামনে বা চত্বরে জমায়েতের কোনও ফুটেজ দেখাতে পারেনি৷ থাকলে, তা প্রকাশ করা হোক ৷ অথচ CBI আদালতে বলেছে, ওখানে সেই সময় হাজারখানেক দুষ্কৃতীর ভিড় ছিলো৷

৩) গত ১৭ মে বিচার ভবনে থাকা সব ক’টি কোর্টে স্বাভাবিক কাজকর্ম. চললেও CBI নিজেদের সিদ্ধান্তে চার নেতা-মন্ত্রীর শুনানি ভারচুয়ালি করে৷

৪) কোনও মন্ত্রী সেদিন এজলাসে প্রবেশ করেননি৷ CBI এ বিষয়ে অসত্য বক্তব্য পেশ করছে৷

৫) নিজাম প্যালেসে মাননীয় মুখ্যমন্ত্রী লোকজন নিয়ে ঢুকেছিলেন বলে যে অভিযোগ CBI- এর হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ CBI এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

৬) বিচার ভবনে মাননীয় আইনমন্ত্রী লোকজন নিয়ে ঢুকেছিলেন বলে যে অভিযোগ CBI- এর হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ CBI এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

৭) আদালতে পাবলিক প্রসিকিউটর ঢুকতে বাধা পেয়েছে বলে যে অভিযোগ CBI- এর হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ CBI এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

Advt

spot_img

Related articles

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...

২০২৬-এ ফেব্রুয়ারির শুরুতেই মাধ্যমিক! রইল রুটিন

আগামী বছর কবে মাধ্যমিক(Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম...

সমস্যায় কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙন নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের(Central Govt) কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে।...

মক ড্রিল! ব্ল্যাক আউট! জেনে নিন কী রয়েছে এই আত্মরক্ষা কৌশলে

আদৌ কী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে ভারত? ভারত-পাক যুদ্ধ কী আসন্ন? না কি সবটাই যুদ্ধ জিগির তুলে ভোটব্যাঙ্ককে...