Tuesday, May 6, 2025

‘আইনশৃঙ্খলা স্বাভাবিক ছিল, CBI ‘অসত্য’ বলছে’, নারদ- মামলায় কোর্টে রাজ্যের স্বরাষ্ট্র দফতর

Date:

নারদ-মামলায় গত ১৭ মে CBI চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করার পরই কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং সেকারনেই CBI গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে আদালতে নিয়ে যেতে পারেনি৷ বাধ্য হয় ভারচুয়াল শুনানিতে৷

আদালতে হলফনামার মাধ্যমে CBI-এর আনা এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিলো রাজ্য সরকার৷ CBI-এর আনা এ সংক্রান্ত প্রতিটি অভিযোগকে ‘অসত্য’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ চিহ্নিত করে হাইকোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব নির্মাল্য ঘোষালের পেশ করা ৪২ পাতার হলফনামায় CBI-এর আনা প্রতিটি অভিযোগ যুক্তি দিয়ে খণ্ডন করা হয়েছে৷ হলফনামার সঙ্গেই সংযুক্ত করা হয়েছে একাধিক তথ্য প্রমাণ, যাতে স্পষ্ট হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত à§§à§­ মে শহরে আইনশৃঙ্খলা না থাকা, CBI-কে কলকাতা পুলিশের সাহায্য না করার প্রতিটি অভিযোগ অসত্য৷

সোমবার রাজ্যের এই হলফনামা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে দাখিল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, এই হলফনামা নিয়ে রাজ্যের বক্তব্য পরে শোনা হবে৷

রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিবের এই হলফনামায় গত ১৭ মে চার নেতা-মন্ত্রীকে CBI গ্রেফতার করার পর নিজাম প্যালেস এবং বিচার ভবনের পরিস্থিতি ঠিক কেমন ছিলো, তা তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই CBI অসত্য কথা বলেছে আদালতে৷

কী বলা হয়েছে হলফনামায় ?

◾নিজাম প্যালেস, [ এখানেই CBI- এর দফতর এবং চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে এখানেই আনা হয়েছিলো]

১) CBI হলফনামায় অভিযোগ করলেও নিজাম প্যালেসের সামনের রাস্তায় কোনও অবরোধ ছিলোনা৷ এজেসি বসু রোডের গেটের কাছে কিছু লোক নেতা-মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদ করছিলেন শুধুই স্লোগান দিয়ে৷

২) নিজাম প্যালেসের আর একটি গেট আছে ওসি গাঙ্গুলি সরনিতে৷ সেই গেট একদমই ফাঁকা ছিলো৷

৩) এজেসি বসু রোডের গেটের কাছেই ছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ অফিসার৷ ছিলেন ভবানীপুর, শেকসপিয়ার সরণি এবং কালীঘাট থানার ওসি-রা৷ তাঁরাই ভিড় নিয়ন্ত্রণ করছিলেন৷

৪) নিজাম প্যালেস কম্পাউণ্ডের ভিতরে ছিলেন আধা-সামরিক বাহিনীর জওয়ানরা৷

৫) কলকাতা পুলিশের পদস্থ কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন CBI অফিসারদের সঙ্গে৷

৬) CBI-এর তরফে গ্রেফতার হওয়া চারজনকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যেতে একবারও কলকাতা পুলিশকে বলা হয়নি, সাহায্যও চাওয়া হয়নি৷

৭) নিজাম প্যালেসের বাইরের রাস্তায় যারা স্লোগান দিচ্ছিলেন, তাদের দিকে লাঠি হাতে এক সময় তেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী৷ এর পরেই সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ কলকাতা পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দ্রুত৷

৮) CBI হলফনামায় অভিযোগ করলেও বাস্তব এটাই, ওইদিন নিজাম প্যালেসে ঢোকা বা বেরোনোর রাস্তা একবারের জন্যও বন্ধ হয়নি৷ ওখানে থাকা CCTV ফুটেজে দেখা গিয়েছে তিন ঘন্টায় মোট ১২৯টি গাড়ি নিজাম প্যালেসে ঢুকেছে এবং বেরিয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক না থাকলে এটা সম্ভব হতো না৷

৯) CBI-এর দফতর নিজাম প্যালেসের ১৪ এবং ১৫ তলায়৷ ওখানে একজন বহিরাগতও যেতে পারেনি৷

১০) নিজাম প্যালেসের ভিতরে বা বাইরে কোনও ধরনা-বিক্ষোভ হয়নি৷ CBI. আদালতে বার বার ধরনা-বিক্ষোভের কথা বলেছে৷ এ সংক্রান্ত ভিডিও ফুটেজ CBI আদালতে পেশ করুক৷

à§§à§§) CBI আধিকারিকরা যাতে সময়ের মধ্যেই বিবাদি বাগ এলাকার আদালতে পৌঁছাতে পারে, সেজন্য ডিসি-সাউথ এবং ডিসি-ট্রাফিকের নির্দেশে যাতায়াতের পথটি “গ্রিণ করিডোর” করে দেওয়া হয়৷ ঠিক সময়ে CBI, বাধাহীণভাবে আদালতে পৌঁছে যায়৷ সঙ্গে ছিলো কলকাতা পুলিশের এসকর্ট টিম৷

১২) গভীর রাতে CBI অভিযুক্তদের নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য কলকাতা পুলিশের সাহায্য চায়৷ পুলিশ দ্রুততার সঙ্গে সেই ব্যবস্থা করে দেয়৷

১৩) সহযোগিতা না পাওয়া বা বাইরের লোকজনের বাধাদান নিয়ে CBI এখনও পর্যন্ত কলকাতা পুলিশের কাছে কোনও অভিযোগ বা FIR করেনি, কোনও ভিডিও ফুটেজ দেখাতে পারেনি৷ অভিযোগ তোলা ছাড়া CBI এখনও পর্যন্ত এ অসহযোগিতা বা আইনশৃঙ্খলা না থাকার কোনও প্রমাণ পেশ করতে পারেনি৷
১৪) কলকাতা পুলিস ওইদিন নিজাম প্যালেসের বাইরের রাস্তায় থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে অভিযোগ লিপিবদ্ধ করেছে৷

◾ বিচার ভবন [ ব্যাঙ্কশাল কোর্টের বিচার ভবনেই CBI-এর বিশেষ আদালত, এখানেই ১৭ মে চার অভিযুক্তের মামলার ভারচুয়াল শুনানি হয় ]

১) বিচার ভবন চত্বরে মিডিয়ার লোকজন ছাড়া একজন বাড়তি লোকও ছিলোনা৷

২) CBI এখনও পর্যন্ত বিচার ভবনের সামনে বা চত্বরে জমায়েতের কোনও ফুটেজ দেখাতে পারেনি৷ থাকলে, তা প্রকাশ করা হোক ৷ অথচ CBI আদালতে বলেছে, ওখানে সেই সময় হাজারখানেক দুষ্কৃতীর ভিড় ছিলো৷

à§©) গত à§§à§­ মে বিচার ভবনে থাকা সব ক’টি কোর্টে স্বাভাবিক কাজকর্ম. চললেও CBI নিজেদের সিদ্ধান্তে চার নেতা-মন্ত্রীর শুনানি ভারচুয়ালি করে৷

৪) কোনও মন্ত্রী সেদিন এজলাসে প্রবেশ করেননি৷ CBI এ বিষয়ে অসত্য বক্তব্য পেশ করছে৷

৫) নিজাম প্যালেসে মাননীয় মুখ্যমন্ত্রী লোকজন নিয়ে ঢুকেছিলেন বলে যে অভিযোগ CBI- এর হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ CBI এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

৬) বিচার ভবনে মাননীয় আইনমন্ত্রী লোকজন নিয়ে ঢুকেছিলেন বলে যে অভিযোগ CBI- এর হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ CBI এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

৭) আদালতে পাবলিক প্রসিকিউটর ঢুকতে বাধা পেয়েছে বলে যে অভিযোগ CBI- এর হলফনামায় করা হয়েছে, তা মিথ্যা৷ CBI এ সংক্রান্ত প্রমান দিতে পারছে না৷

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৬ মে মঙ্গলবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৪৪০ ₹ ৯৪৪০০ ₹খুচরো পাকা সোনা ৯৪৯০ ₹ ৯৪৯০০...

ভারতীয় দল থেকে আরসিবি, নেতৃত্বে ছাড়া নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

ভারতীয় দলের(Team India) অধিনায়কত্ব ছেড়েছেন। আইপিএলেও(IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(rcb) অধিনায়কত্ব ছেড়েছিলেন। বিরাট কোহলির(Virat Kohli) এই সিদ্ধান্ত গুলো নিয়ে...

রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের কাঁদুনিই ব্যাকফায়ার! জঙ্গি নিয়ে বার্তা স্পষ্ট করল ভারত

পহেলগাম হামলায় (Pahalgam attack) যত পাকিস্তানের যোগ স্পষ্ট হচ্ছে ততই নিজেদের দোষ ঢাকতে দ্বারস্থ হচ্ছে রাষ্ট্রসঙ্ঘের। সেখানেও আদতে...

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...
Exit mobile version