Sunday, November 16, 2025

ইয়াসের ক্ষতি মোকাবিলায় একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি আদিগঙ্গা সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

ইয়াস (Yaas) দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ নিয়ে বৈঠকে গঙ্গার সংস্কার নিয়েও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “আদিগঙ্গার অবস্থা দেখলে খারাপ লাগে”। গঙ্গা সংস্কারে কাজ করতে হবে। পুরনো এসটিপি বাতিল করে নতুন ব্যবহার করতে হবে। খরচের হিসাব লক্ষ্য রেখে কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারদের একটি কমিটি গঠন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাশে কলোনিগুলি থাকায় দূষণ হচ্ছে বলে বৈঠকে অভিযোগ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী বলেন, নতুন টেকনোলজি ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হবে।

মুখ্যমন্ত্রী জানান, ‘প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতি সহায়’ এই প্রকল্পে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং দিঘা 5কোটি করে মোট15 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। পাশাপাশি, ভ্যাটিভার ঘাস লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, প্লাবনের ফলে নিচু জায়গায় থাকা টিউবওয়েলগুলির ক্ষতি হয়েছে। ফলে পানীয় জলের সমস্যা হচ্ছে। উঁচু জায়গায় টিউবল লাগানোর নির্দেশ দিয়েছেন মমতা।

তিনি জানান, 11 তারিখ কোটাল এবং 26 তারিখ ভরা কোটাল রয়েছে এই সব দিনগুলো বিশেষ নজর রাখতে হবে।

পাশাপাশি, আলোচনা না করে যেন ডিভিসি জল না ছাড়ে- সেদিকেও সেচ দফতরের নোডাল অফিসারকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version