স্বস্তির খবর! দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমে প্রায় ১ লক্ষ

ফাইল ছবি

দেশে করোনার দৈনিক সংক্রমণ ৪ লক্ষের মাত্রা ছাড়িয়েছিল। সোমবার তা কমে দাঁড়াল ১ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। গত কয়েকদিন যে পরিমাণে দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছিল ততটাও কমেনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯৭৫ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন। দেশে করোনাকে হারিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ১৮০ জন। ভারতে এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৪২ জন।

আরও পড়ুন-করোনা আক্রান্ত জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

উত্তরপ্রদেশ সরকার সপ্তাহের পাঁচ দিন সকাল ৭ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত রাজ্যের আরও চারটি জেলায় করোনার কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরে, সোমবার থেকে বারাণসী, গৌতম বুদ্ধ নগর, মুজাফফরনগর এবং গাজিয়াবাদ জেলাগুলিতে করোনার কারফিউতে শিথিলযোগ্যতা থাকবে।

Advt

Previous articleভবানীপুর উপনির্বাচন: বাঘের খাঁচায় ঢুকতে নারাজ বিজেপির তাবড় নেতারা, সুপ্ত বাসনা রুদ্রনীলের
Next articleকরোনা-ভ্যাকসিনের অভাব মেটাতে তৎপর প্রশাসন, হাইকোর্টে জানালো রাজ্য