করোনা-ভ্যাকসিনের অভাব মেটাতে তৎপর প্রশাসন, হাইকোর্টে জানালো রাজ্য

হাই কোর্ট

রাজ্যে করোনা- ভ্যাকসিনের অভাব মেটাতে তৎপর সরকার৷
যেখানে ঘাটতি হচ্ছে, সেখানেই অবিলম্বে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷

করোনা সংক্রমণ- সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় সোমবার রাজ্য সরকারের তরফে হাইকোর্টে একথা
বলেছেন অ্যাডভোকেট- জেনারেল (AG)৷ তিনি বলেছেন, “করোনা আক্রান্তদের অক্সিজেনের অভাব যাতে না হয় সে বিষয়েও রাজ্য সরকারের নজর রয়েছে৷ প্রতিনিয়ত সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে জনসাধারণকে গোটা পরিস্থিতি জানানো হচ্ছে।

আরও পড়ুন-ভবানীপুর উপনির্বাচন: বাঘের খাঁচায় ঢুকতে নারাজ বিজেপির তাবড় নেতারা, সুপ্ত বাসনা রুদ্রনীলের

হাইকোর্টে এক জনস্বার্থ মামলা করে অভিযোগ করা হয়েছে, করোনা- আক্রান্তরা অক্সিজেন পাচ্ছেন না৷ আরও নানা দুর্ভোগের শিকার হচ্ছেন আক্রান্তরা৷ আবেদনকারীর তরফে সওয়াল করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, করোনা সংক্রান্ত সব মামলার পরবর্তী শুনানি হবে ১৬ জুন৷

Advt

Previous articleস্বস্তির খবর! দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমে প্রায় ১ লক্ষ
Next articleরাজনৈতিক ফায়দা নেই বলেই উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় চুপ! অগ্নিমিত্রাকে তুলোধনা নুসরতের