Wednesday, August 27, 2025

তৃণমূলের সাংস্কৃতিক সেলের প্রধান হয়ে থিয়েটার-যাত্রায় বিশেষ নজর দিতে চান বলে জানিয়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শনিবার, দলের মেগা বৈঠকের রাজ চক্রবর্তীকে তৃণমূলের সংস্কৃতি সেলের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজের আগে এই পদে কেউ ছিলেন না। কারণ, পদটাই ছিল না। নতুন পদ তৈরি করে বসানো হয়েছে রাজকে। আর দায়িত্ব পেয়েই তিনি বলেন, “যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, তার মর্যাদা রাখব। তৃণমূল নেত্রীর সম্মান রাখতে আপ্রাণ চেষ্টা করব”।

আপাতত এই পদের সমস্ত দায়িত্ব বুঝে নেওয়াটাই তাঁর প্রাথমিক লক্ষ্য। তবে একই সঙ্গে রাজ জানান, জাতীয় স্তরে বাংলার সংস্কৃতির শীর্ষস্থান ধরে রাখতে উদ্যোগী হবেন।

থিয়েটার এবং যাত্রা-র দিকে বিশেষ নজর দিতে চান বলেও উল্লেখ করলেন চিত্র পরিচালক রাজ। প্রথমে তিনি জানতে চান, তাঁর দায়িত্ব কী? কী ভাবে পালন করবেন? কী ধরনের কাজ করতে হবে? তারপর পরিকল্পনার করবেন।

রাজ বলেন, এক একটি জেলার নিজস্ব সংস্কৃতি রয়েছে। জেলার সেই সংস্কৃতিকে সামনের সারিতে আনতে চান রাজ। সেই সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের ভাল রাখতে চেষ্টা করবেন তিনি।

বাংলার সংস্কৃতি, শিল্পীদের ভাল-মন্দ নিয়ে ভাবনা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata  Bandopadhyay) শনিবার এই পদটির কথা ঘোষণা করেন। দায়িত্ব দেওয়া হয় দলের ব্যারাকপুরের বিধায়ককে। রাজ জানিয়েছেন, তাঁর কথা ভেবেই এই পদটি তৈরি করা হয়েছে, তিনি চেষ্টা করবেন ‘দিদি’র সম্মান রাখার।

Related articles

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...
Exit mobile version