Wednesday, November 5, 2025

নারদ-মামলায় CBI-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মনু সিংভি

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ- মামলা স্থানান্তরের শুনানিতে সোমবার অভিযুক্তদের কৌঁসুলি অভিষেক মনু সিংভি সওয়ালে CBI-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন৷

◾সিংভি – সলমন খান, নর্মদা মামলায় তো আদালতের বাইরে বিক্ষোভ হয়েছিল। এতে কিন্তু আদালতের উপর কোনও প্রভাব পড়েনি। বরং আদালত বলেছিল প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার আছে।
◾সিংভি – সমাজের এত গভীরে যাদের শিকড়, তাঁদের পালিয়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে ? CBI কিসের ভিত্তিতে একথা বলছে?

◾সিংভি – নারদ-মামলায় অভিযুক্তদের একজন ২০১১ সাল থেকে মন্ত্রী এবং ৫০ বছর ধরে বিধায়ক। ঘটনার এতদিন পর লোপাট করার জন্য আর কোনও তথ্য-প্রমাণ অবশিষ্ট থাকতে পারে? এতদিন পর অসহযোগিতা করার প্রশ্নই বা আসছে কোথা থেকে ? কয়েক বছর আগেই এই মামলার হেভিওয়েট অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল। ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে CBI তাঁদের ডেকে পাঠায় । তাঁরা প্রত্যেকেই হাজির হয়েছিলেন, সহযোগিতা করেছেন এবং নিজেদের কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন৷ আর কোন ধরনের সহযোগিতা CBI চাইছে ?

সিংভি এর পরেই সুপ্রিম কোর্টে প্রাক্তণ অর্থমন্ত্রী পি চিদম্বরম-এর জামিন মামলার উল্লেখ করেন৷

◾সিংভি – জামিনের আবেদন বিবেচনা করার ক্ষেত্রে ৬০০ বছরের পুরোনো একটা পদ্ধতি আছে।
মূলত ৩টি বিষয়ের কথা বিবেচনা করেন বিচারক বা বিচারপতিরা।
(১) পালিয়ে যাওয়ার সম্ভাবনা ।
(২) অসহযোগিতা।
(৩) তথ্য প্রমাণ লোপাট।
সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার সময় এই ৩ টি বিষয় খতিয়ে দেখেই তো চিদাম্বরম-কে জামিন দিয়েছেন৷

◾সিংভি – আইন অনুযায়ী তদন্তকারী অফিসার উপযুক্ত কারণ না দেখানো পর্যন্ত গ্রেফতার করতেই পারে না৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ১৭ মে আইনমন্ত্রী নিম্ন আদালতে গিয়েছিলেন৷ আইনমন্ত্রী কি ওখানে রোজ যান ? আইনমন্ত্রী ওই নির্দিষ্ট এজলাসে থাকুন বা না’ই থাকুন, তিনি আদালত চত্বরে ছিলেন।

আরও পড়ুন-কোন দিক থেকে গুলি? শীতলকুচির বুথে সরেজমিনে তদন্ত ফরেনসিক ব্যালেস্টিক দলের

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আইনমন্ত্রী কি বিচারব্যবস্থাকে মানেননা ? তিনি আদালতে গিয়েছিলেন কেন ?

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – মনে রাখতে হবে, এটা শুধুমাত্র সাধারন মানুষ বা রাজনৈতিক কর্মীদের দ্বারা সংগঠিত বিক্ষোভ নয়। এটা সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের দ্বারা পরিচালিত বিক্ষোভ।

◾সিংভি — প্রভাবিত হওয়ার কোন উল্লেখ তো নিম্ন আদালতের বিচারক করেননি৷
◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – এমন কোন উদাহরন দেখাতে পারবেন, যেখানে সংশ্লিষ্ট বিচারক বলছেন, আমি প্রভাবিত হয়েছি! এমন কিছু তো আমাদের জানা নেই।

শুনানি আপাতত স্থগিত৷

Advt

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...