কোন দিক থেকে গুলি? শীতলকুচির বুথে সরেজমিনে তদন্ত ফরেনসিক ব্যালেস্টিক দলের

শীতলকুচির ৫/১২৬ বুথে গুলিকাণ্ডের তদন্ত করল সিআইডির (Cid) ফরেনসিক (Forensic) ব্যালেস্টিক (Ballistic) দল। সোমবার, তিন সদস্যের বিশেষজ্ঞ দল বুথে গিয়ে প্রায় একঘণ্টা ধরে ঘটনাস্থল খতিয়ে দেখে। বিশেষজ্ঞরা বুথের ভিতরে ফরেনসিক পরীক্ষা করেন৷ বুথের মাঠে দড়ি দিয়ে ঘেরা ফেলা হয়েছে। যাতে বাইরে থেকে কেউ ঘটনাস্থলে ঢুকতে না পারে। বুথের কাছে স্থানীয় বাসিন্দাদের ঘেঁষতে দেওয়া হয়নি।

আরও পড়ুন-‘হার থেকে শিক্ষা নিয়ে রণনীতি বানান’, শীর্ষ BJP নেতৃত্বকে পরামর্শ মোদির

বিশেষজ্ঞ দল এদিন কোচবিহারের (Coochbehar) পুলিশ আধিকারিকদের কাছে জানতে চেয়েছেন,
কোথা থেকে গুলি করার অভিযোগ উঠেছিল? কোথায় কোথায় দেহ গুলিবিদ্ধ হয়ে পড়েছিল?
সিআইডি ইতিমধ্যে যে তথ্য হাতে পেয়েছে, তাতে বলা হয়েছে বুথের ভিতরে ব্ল্যাকবোর্ডেও গুলির দাগ দেখা গিয়েছে৷ এদিন বুথের ভিতরে দরজার তালা খুলে গিয়ে ব্ল্যাকবোর্ডে গুলির দাগ চিহ্নিত করা হয় । মেঝে থেকে কতটা উঁচুতে রয়েছে গুলির দাগ- তাও মেপে নেওয়া হয়েছে৷ এছাড়াও বিশেষজ্ঞরা ঘটনাস্থলের ও বুথের ভিতরের ছবি তুলেছেন।

Advt

Previous articleইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করল কেন্দ্রীয় দল
Next articleমধ্যপ্রদেশের আন্দোলনকারী ডাক্তারদের পাশে দিল্লির চিকিৎসকরা