Friday, November 14, 2025

মিশন-২০২৪: মোদিকে হটাতে মমতাকেই মধ্যমণি চাইছে UPA শরিকরা

Date:

“What Bengal Thinks Today, India Thinks Tomorrow”. গোটা দেশের রাজনৈতিক লড়াইটা ফের এই বাংলার মাটি থেকেই শুরু হতে চলেছে। ”মিশন-২০২৪” (Misdion-2024) দিল্লির মসনদ থেকে মোদি-শাহকে (Modi-Sah) ছুঁড়ে ফেলতে অপ্রতিরোধ্য মমতাতেই (Mamata Banerjee) এখন এখন ভরসা দেশের তামাম বিজেপি (BJP) বিরোধী দলগুলির।

বাংলার সদ্য সমাপ্ত হাইভোল্টেজ নির্বাচনে (West Bengal Assembly Election) যেভাবে নরেন্দ্র মোদি (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপিকে ভাঙা পায়ে একের পর এক গোল এবং ল্যান্ডস্লাইড ভিকট্রি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ছিয়াশির মারাদোনা। সেই চর্চা এখন দেশজুড়ে। তাই মোদি-শাহের বঙ্গজয়ের “স্বপ্ন” ভঙ্গ করে দেশের বিরোধী রাজনীতির প্রধান মুখ এখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এমন এক বাতাবরণে বাংলার নিজের মেয়েকে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের (UPA) -এর প্রধান মুখ করে ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদি-শাহের বিজেপির বিরুদ্ধে ঝাঁপাতে চাইছে দেশের বিরোধী শিবির। এনসিপি, ডিএমকে, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জনতা দল (এস)-এর মতো অবিজেপি UPA শরিকরা মোদি বিরোধী প্ৰধান মুখ হিসেবে মমতাকেই চাইছে।

সূত্রের খবর, UPA প্রধান শরিক কংগ্রেসের একটি বড় অংশ আর রাহুল গান্ধীর উপর ভরসা করতে পারছে না। বিশেষ করে কংগ্রেসের ‘জি-২৩’ গ্রুপের তরফে এক পোড়খাওয়া বর্ষীয়ান নেতা মমতাকে সামনে রাখার বিষয়টি উত্থাপন করেছেন। তাঁরা চাইছেন, UPA নতুন করে জোটবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তার চেয়ারপার্সন বা কনভেনার করা হোক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ করে কংগ্রেসের “জি-২৩” গ্রুপের প্রবীণ নেতা গুলাম নবি আজাদ, কপিল সিবাল, শশী থারুর, মণীশ তেওয়ারি, রেনুকা চৌধুরী মিলিন্দ দেওরার মতো কংগ্রেসের সর্বভারতীয় নেতারা মমতার নেতৃত্বেই বিজেপি বিরোধী জোট চাইছেন বলে খবর।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিজেপি বিরোধী জোটের বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। সর্বভারতীয় রাজনীতিতে মমতাকেই বিজেপি বিরোধী মুখ করতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন মহারাষ্ট্রের এই “পাওয়ার ম্যান”!

বাংলার মাটিতে মোদি-অমিত শাহের মুখে মমতার রাজনৈতিক ভাবে চুনকালি মাখানোর পর এম কে স্ট্যালিন, চন্দ্রশেখর রাও, অরবিন্দ কেজরিওয়াল, মেহেবুবা মুফতি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লার মতো নেতাদের সঙ্গেই উদ্ধব থ্যাকারে উল্লসিত হয়েছেন।

বাংলায় ভোটের পরেও বিভিন্ন ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত যেভাবে জাতীয় রাজনীতিতে চর্চার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে, তাতে মোদি বিরোধী প্রধান মুখ যে মমতা, তা একবাক্যে স্বীকার করেছে তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও। ফলে সব মিলিয়ে “বিরোধী জোটের ট্রায়াল রান”-এ নেতৃত্বের ব্যাটন এখন তৃণমূল নেত্রীর হাতেই!

 

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version