Thursday, August 28, 2025

রাজনৈতিক ফায়দা নেই বলেই উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় চুপ! অগ্নিমিত্রাকে তুলোধনা নুসরতের

Date:

বাংলায় নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি প্রভৃতি ঘটনা নিয়ে বরাবরই সরব বিজেপি (BJP) মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এখন তিনি আসানসোল দক্ষিণের (Asansol South) বিধায়কও (MLA) বটে। যিনি বাংলায় ভোটের আগে “ডাবল ইঞ্জিন” (Double Engine) সরকারের পক্ষে জোর সওয়াল তুলেছিলেন। কিন্তু সেই ডাবল ইঞ্জিন রাজ্যে মহিলাদের উপর ধারাবাহিক অত্যাচার নিয়ে মুখে টু শব্দটি পর্যন্ত নেই অগ্নিমিত্রার। সেই বিষয়টিকেই তুলে ধরে মহিলা মোর্চা সভানেত্রীকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusraat Jahan)।

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের গণধর্ষণের শিকার এক তরুণী। টুইটে এই ঘটনায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ভিডিও শেয়ার করেছেন নুসরত। এবং তিনি প্রশ্ন তোলেন, কেন এ বিষয়ে এখনও পর্যন্ত অগ্নিমিত্রা পল কোনও প্রশ্ন তুলছেন না।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বরেলি জেলায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বন্ধুদের সঙ্গে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। তখন একদল দুষ্কৃতী তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। তরুণীর সঙ্গীদের মারধর এলাকাকে ঘটনাস্থল থেকে পাঠিয়ে দেওয়ার পর তাকে তুলে চাষের জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রসঙ্গ তুলেই তৃণমূলের তারকা সাংসদ লেখেন, “করোনা মহামারী মোকাবিলায় উত্তরপ্রদেশের অবস্থা শোচনীয়। মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাও উচ্ছন্নে গিয়েছে। আমি ভাবছি, কেন অগ্নিমিত্রা পল এ বিষয়ে এখনও মুখ খুলেছেন না। প্রতিবাদ করছেন না। কোনও ঘটনায় রাজনীতির রং চড়ানোর সম্ভাবনা থাকলেই কি তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়? লজ্জার!” যদিও অগ্নিমিত্রার তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-করোনা আক্রান্ত জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version