Sunday, August 24, 2025

সানির হাত থেকে খিচুড়ি নিতে করোনা বিধি ভেঙে পরিযায়ী শ্রমিকদের ভিড়

Date:

কর্মহীন, অসহায় পরিযায়ী (jobless migrant worker) শ্রমিকদের জন্য খিচুড়ি তরকারি নিয়ে বেরিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন (actress Sunny Leone)ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার । কিন্তু সানির হাত থেকে খিচুড়ি (Sunny Leone went to distribute foods for migrant workers)নিতে গিয়ে রবিবার মুম্বইতে চূড়ান্ত বিশৃংখলার সৃষ্টি হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানানো হয়েছে করণা বিধি ভেঙ্গে পড়ে যায় শ্রমিকরা খাবার নিতে ভিড় করেছিলেন। তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। মেনে চলা হয়নি শারীরিক দূরত্ব বিধিও। যদিও সানির মিডিয়া ম্যানেজার এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।

রবিবার একটি ট্রাক ভর্তি করে খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলেন সানি লিওন। সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। উদ্দেশ্য মুম্বইতে এমন প্রচুর মানুষ বাস করেন, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা, যাঁরা দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পান না। করোনা পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। তাঁদের জন্যই এ দিন খাবারের ব্যবস্থা করেন সানি। খাবার নিতে ভিড় জমে যায় বাণিজ্য নগরীর রাস্তায়।

সানির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সম্প্রতি একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে দিল্লিতে ১০ হাজাার পরিযায়ী শ্রমিকের খাবারের ব্যবস্থা করেছিলেন সানি। খিচুড়ি এবং ফলের ব্যবস্থা করতেন তিনি। এদিনও প্যাকেটে করে প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করেছেন তিনি। সানি মনে করেন, এই পরিস্থিতিতে বিভেদ ভুলে একে অপরের পাশে থাকা দরকার। তিনি নিজেও সেই চেষ্টাই করছেন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version