শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক মহলে ঘুরছে তিন কারণের কথা

রাজ্য কমিটির বৈঠকের ২৪ ঘন্টা আগে শুভেন্দু অধিকারী সোমবার রাতে দিল্লি গেলেন বলে খবর। শুভেন্দু শিবির অবশ্য দিল্লি যাওয়ার খবর গোপন রাখার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বে ‘জানিনা’ বক্তব্যে অটল। তবে রাজ্যের বিরোধী দলনেতাকে দিল্লি ডাকা নিয়ে গুঞ্জন প্রবল।

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, মূলত তিনটি বিষয় নিয়ে শুভেন্দুর মতামত জানতে চাইবে নাড্ডা সহ বিজেপি নেতৃত্ব। দিন দুয়েক আগেই শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ। এই ঘটনার পিছনের কারণ জানতে চাইবে নেতৃত্ব, চাইবে প্রকৃত তথ্য। একইসঙ্গে নারদকাণ্ডে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট দেওয়া নিয়ে চাপ বাড়ছে। সেই তালিকায় শুভেন্দু রয়েছেন। সে বিষয়েও কথা হবে। এবং শেষত, দলের মধ্যে আদি-নব্য লড়াই প্রবলভাবে শুরু হয়েছে। এই লড়াও বন্ধ করতে শুভেন্দুর পরামর্শ নিতে চায় নাড্ডা শিবির।

শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও কাল, মঙ্গলবার তিনি ফের কলকাতায় ফিরবেন বলে খবর। বিজেপির রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বলেই খবর।

Advt