Thursday, August 28, 2025

‘কেউ আমার আত্মীয় নয়’, স্বজনপোষণের অভিযোগে মহুয়াকে পাল্টা জবাব ধনকড়ের

Date:

রাজভবনে(Raj bhavan) স্বজনপোষণ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সম্প্রতি রাজভবনের ওএসডি(OSD) পদে নিয়োগের তালিকা তুলে ধরে এমনই গুরুতর অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(mahua Moitra)। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানালেন, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের প্রচার নিয়ে যে টুইট মহুয়া করেছেন তা পুরোপুরি ভুল। ভুল তথ্য তুলে ধরা হচ্ছে।

এদিন টুইটারে রাজ্যপাল লেখেন, ‘দেশের তিন রাজ্য থেকে চার ভিন্ন জাতের ব্যক্তিকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। এই ছয়জনের কেউ আমার নিকটাত্মীয় নন। পাশাপাশি এই ৬ জনের কেউ আমার রাজ্যেরও নন। আর্য আইন-শৃংখলার উদ্বেগজনক পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এমন মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে।’ পাশাপাশি তিনি লিখেন সংবিধান মেনে রাজ্যের মানুষের জন্য কাজ করে যাব আমি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই টুইটটি ট্যাগ করেন রাজ্যপাল।

আরও পড়ুন:বিকালের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

যদিও জগদীপ ধনকড়ের এই টুইটের পাল্টা জবাব দিতে ছাড়েননি সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘আঙ্কেলজি রাজভবনে যে ছয়জনকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে তাদের অতীত পরিচয় কী সেটা এখানে জানাতে অনুরোধ করছি। একই সঙ্গে এটাও সকলকে জানান কীভাবে ওই ছয়জনকে রাজভবনে নিয়োগ করা হলো? বিজেপি আইটি সেল এই বিষয়ে থেকে আপনাকে বের করে আনতে পারবে না। দেশের উপরাষ্ট্রপতি পদ বোধহয় অধরা থেকে গেল আপনার।’

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version