Tuesday, November 11, 2025

‘কেউ আমার আত্মীয় নয়’, স্বজনপোষণের অভিযোগে মহুয়াকে পাল্টা জবাব ধনকড়ের

Date:

রাজভবনে(Raj bhavan) স্বজনপোষণ করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সম্প্রতি রাজভবনের ওএসডি(OSD) পদে নিয়োগের তালিকা তুলে ধরে এমনই গুরুতর অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(mahua Moitra)। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানালেন, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের প্রচার নিয়ে যে টুইট মহুয়া করেছেন তা পুরোপুরি ভুল। ভুল তথ্য তুলে ধরা হচ্ছে।

এদিন টুইটারে রাজ্যপাল লেখেন, ‘দেশের তিন রাজ্য থেকে চার ভিন্ন জাতের ব্যক্তিকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। এই ছয়জনের কেউ আমার নিকটাত্মীয় নন। পাশাপাশি এই ৬ জনের কেউ আমার রাজ্যেরও নন। আর্য আইন-শৃংখলার উদ্বেগজনক পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এমন মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে।’ পাশাপাশি তিনি লিখেন সংবিধান মেনে রাজ্যের মানুষের জন্য কাজ করে যাব আমি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই টুইটটি ট্যাগ করেন রাজ্যপাল।

আরও পড়ুন:বিকালের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

যদিও জগদীপ ধনকড়ের এই টুইটের পাল্টা জবাব দিতে ছাড়েননি সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘আঙ্কেলজি রাজভবনে যে ছয়জনকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে তাদের অতীত পরিচয় কী সেটা এখানে জানাতে অনুরোধ করছি। একই সঙ্গে এটাও সকলকে জানান কীভাবে ওই ছয়জনকে রাজভবনে নিয়োগ করা হলো? বিজেপি আইটি সেল এই বিষয়ে থেকে আপনাকে বের করে আনতে পারবে না। দেশের উপরাষ্ট্রপতি পদ বোধহয় অধরা থেকে গেল আপনার।’

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version