অভিনব উদ্যোগ! সিকিউরিটি, গৃহকর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করল আরবানা

কোভিড সারা বিশ্বে বিশাল আকার ধারণ করছে। এই মহামারী থেকে সবাইকে নিরাপদে রাখার সর্বোত্তম সম্ভাব্য উপায় হল টিকা দেওয়া। আরবানা শুরু করেছিল এই টিকা অভিযান। এপ্রিলের তৃতীয় সপ্তাহে আরবানার ৪০০ আবাসিক মেডিকায় গিয়ে ভ্যাকসিন নিয়েছিলেন। এরপরে মে মাসে ১৮ বছরের ঊর্ধ্বে আরও ৯০০ জনকে কোভিডশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

রাহুল টোডি ডিরেক্টর বেঙ্গল এনআরআই বলেছেন, “যখন লক্ষ্য হচ্ছে #safercommunity@urbana and #fightcoronatogether। আমরা একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করব এবং নিরাপদ বিশ্ব পাবো। আমরা এর মধ্যে আরবানার ১২০০ আবাসিককে টিকা দিয়েছি। এখন বেঙ্গল এনআরআই কমপ্লেক্সের সুরক্ষা কর্মী, গৃহকর্মী এবং অন্যান্য সমস্ত কর্মচারীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।”

 

 

আরও পড়ুন-প্রবল চাপের মুখে পড়ে অবশেষে বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণা মোদির

এই অভিযানটি আরবানা ক্লাব এবং এএমআরআই-এর সঙ্গে যৌথভাবে ৪, ৫ ও ৭ জুন টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। সমস্ত কর্মচারী যেমন সমস্ত গৃহকর্মী, সিকিউরিটি, মালি, প্লামবারস সহ ৪৫০ জনের বেশি কর্মচারীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। জুন মাসের এই তিন দিন সমস্ত কর্মীদের দেওয়া হয়েছে বিনামূল্যে ভ্যাকসিন।

Advt

Previous article১০ সেপ্টেম্বর মা হতে চলেছেন নুসরত জাহান?
Next article১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের বকেয়া ৩১টি ম্যাচ