সুশীল কুমারের( sushil kumar) বিরুদ্ধে সাক্ষীদাতাদের সুরক্ষা ব্যবস্থার আবেদন করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। দিল্লি পুলিশের দাবি, সুশীল এবং তাঁর সহযোগীরা সাক্ষীদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন। তাই তাদের সুরক্ষার দরকার। সোমবার রোহিণী কোর্টে এমনটাই বলা হল দিল্লি পুলিশের তরফ থেকে।

সোমবার দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়,” সুশীল একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুস্তিগীর। তাঁর টাকা এবং ক্ষমতা রয়েছে। মনে করা হচ্ছে সুশীল তার ক্ষমতা কাজে লাগিয়ে সাক্ষীদের ক্ষতি করতে পারেন। তাদের ভয় দেখাতে পারে। তাই সাক্ষীদাতাদের সুরক্ষা দরকার।”

গত সপ্তাহে সুশীল এবং তার সহযোগি অজয় কুমারকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। সর্বক্ষণ চোখে চোখে রাখা হচ্ছে সুশীলকে।

আরও পড়ুন:ইস্টবেঙ্গল ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সকে নির্বাসিত করল ফিফা
