Wednesday, August 27, 2025

ইস্টবেঙ্গল ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সকে নির্বাসিত করল ফিফা

Date:

নির্বাসনের শাস্তি পেল ইস্টবেঙ্গল ক্লাব( East bengal)। ফুটবলারদের বকেয়া না মেটানোয় সোমবার রাতে নতুন মরসুমে ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা (ট্রান্সফার ব্যান) জারি করল ফিফা( fifa)। নির্বাসিত করা হয়েছে আইএসএলের আর এক দল কেরল ব্লাস্টার্সকেও। একেই চুক্তি বিতর্ক, তার মাঝে ট্রান্সফার ব‍্যান। সব কিছু নিয়ে বিপাকে লাল-হলুদ ক্লাব।

চুক্তির টাকা না পেয়ে আগের ইনভেস্টর কোম্পানি কোয়েসকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গলের একাধিক ফুটবলার। কিন্তু এক্ষেত্রে কোয়েসের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল, যে-হেতু ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে, তাই ফুটবলারদের বকেয়া মেটানোর দায়িত্ব তারা নেবে না। এর পরেই ফেডারেশনের দ্বারস্থ হয়েছিলেন কোলাডো, জনি অ‍্যাকোস্টারা। অভিযোগ করেন ভারতের ফুটবলারদের সংস্থার কাছেও। ফিফার কাছেও অভিযোগ করেন স্প‍্যানিস ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার, কোলাডোরা।

বেশ কয়েকদিন আগেই ফিফার তরফে চিঠি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটালে নতুন মরসুমে ফুটবলারদের সই করানোর উপরে নিষেধাজ্ঞা জারি করানো হবে। আর সোমবার রাতে সেটাই হল। ফিফার তরফ থেকে নির্বাসিত করা লাল-হলুদ ক্লাবকে।

২০২০-২১ মুরশুমে লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে নতুন ইনভেস্টর কোম্পানি শ্রী সিমেন্ট এএফসির কাছে মুচলেকা দিয়ে জানিয়েছিল, ক্লাবের যাবতীয় বকেয়া তারা মিটিয়ে দেবে। এই বকেয়ার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। তবে এক্ষেত্রে শ্রী সিমেন্ট কর্তারা দাবি করেছিলেন, প্রাথমিক চুক্তি অনুযায়ী ২০২০ সালের সেপ্টেম্বর মাসের আগে ইস্টবেঙ্গল ক্লাবের কোনও আর্থিক দায় তাঁরা নেবেন না।

আরও পড়ুন:FIFA Tweet: মেসিকে পিছনে ফেললেন সুনীল, সামনে শুধু রোনাল্ডো

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version