Sunday, August 24, 2025

বাংলা বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty )। আর যোগ দিয়েই নিজের জনপ্রিয় সিনেমার বহুল প্রচারিত ডায়লগ বলে বেড়িয়েছেন তিনি। তাঁর সেই উস্কানিমূলক মন্তব্য জেরেই বাংলায় হিংসা ছড়াচ্ছে- এই অভিযোগে মিঠুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল (Tmc)। এবার গ্রেফতার এড়াতে এফআইআর (FIR) খারিজের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মিঠুন। হাইকোর্টের নির্দেশ দেখেই পরবর্তী সিদ্ধান্ত- জানালেন তৃণমূল যুব নেতা মৃত্যুঞ্জয় পাল ও আইনজীবী অয়ন চক্রবর্তী।

রাজ্যে ভোটের প্রচার। “আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি” বা “মারব এখানে লাশ পড়বে শ্মশানে”- বিজেপির সভায় মিঠুন চক্রবর্তীর এই সব ডায়লগে তেতে উঠেছিল জনতা। শেষপর্যন্ত অবশ্য ভোটের লড়াইয়ে ধরাশায়ী হয় বিজেপি। ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠে। উত্তর কলকাতা যুব তৃণমূলের তরফে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় FIR দায়ের করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গা প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিযোগ দায়ে করা হয় দিলীপ ঘোষের বিরুদ্ধেও। উত্তর কলকাতায় তৃণমূলের যুবনেতা মৃত্যুঞ্জয় পাল (Mrityunjoay Paul) জানান, তাঁরা চান এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের জন্য মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করা হোক। কারণ, একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেননি মহাগুরু। ভোট-পরবর্তী হিংসায় যে দলের কর্মী-সমর্থকরা প্রাণ যাক না কেন, কেন সব মৃত্যুই দুঃখজনক। মৃত্যুঞ্জয় বলেন, তাঁদের দলের অনেকেই হিংসা শিকার হয়েছেন। অভিযোগ, তার জন্য দায়ী মিঠুন-দিলীপের উস্কানিমূলক মন্তব্য। এবার তাহলে তাঁদের পরবর্তী পদক্ষেপ কী? এর উত্তরে মৃত্যুঞ্জয় পাল জানান, আইন মেনেই পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন তাঁরা।

এফআইআরের খারিজের আবেদনে হাইকোর্টে (High Court) মামলা করেন মিঠুন চক্রবর্তী। অভিনেতার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই FIR দায়ের করা হয়েছে। এ বিষয়ে মৃত্যুঞ্জয় পালদের পক্ষের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty) জানান, হাইকোর্ট কী নির্দেশ দেয় তাই দেখেই পরবর্তী পদক্ষেপ করবেন তাঁরা। তবে অয়ন জানান, এফআইআরের ভিত্তিতে মিঠুন চক্রবর্তীকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হলে গ্রেফতারির সম্ভাবনা থেকে যায়। সেটা এড়াতেই মিঠুন হাইকোর্টে ছুটেছেন বলে মনে করছেন অনেকে।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version