আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেবে হাসিনা সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের হাসিনা সরকার আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে। এরই পাশাপাশি, রোহিঙ্গাদের বসবাসযোগ্য আবাসন এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ।
সেই বৈঠকে জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা আরও ৮০ হাজার রোহিঙ্গাকে কিছুদিনের জন্য ভাসানচরে স্থানান্তরিত করবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভাসানচরের উন্নত পরিবেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের উপযোগী ব্যবস্থাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হাসিনা সরকার চেষ্টা করছে।

Advt

Previous articleনারদ-কাণ্ডে CBI-এর নতুন মামলা হাইকোর্টে
Next articleযশরাজ ফিল্মস স্টুডিওতে শুরু হলো ইন্ডাস্ট্রির কর্মীদের ভ্যাকসিনেশন