Tuesday, November 11, 2025

জুন মাসের মধ্যেই জমা দিতে হবে প্রয়োজনীয় নথি, নাহলে ব্যাহত হতে পারে স্টেট ব্যাঙ্কের পরিষেবা

Date:

৩০ জুনের মধ্যে আধার ও প্যান লিঙ্ক করাতে হবে প্রত্যেক গ্রাহককে। নাহলে ব্যাঙ্কিং পরিষেবায় বিঘ্ন ঘটবে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াঈই সম্পর্কীয় একটি নোটিস দিয়েছে তার গ্রাহকদের। সেখানে বলা হয়েছে, ৩০ জুনের পর ব্যাঙ্কিং পরিষেবা অক্ষুণ্ণ রাখার শর্ত। সেই শর্তেই একথা জানানো হয়েছে।

এ বিষয়টি নিয়ে ব্যাঙ্কের তরফে একটি টুইটও করা হয়। সেখানে লেখা হয়,  ‘পরিষেবার বিষয়ে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য আমরা গ্রাহকদের অনুরোধ করছি তাঁদের প্যান আধার কার্ডের সঙ্গে যুক্ত করার জন্য।’ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আধার যোগ না থাকলে নিষ্ক্রিয় হবে প্যান। সে ক্ষেত্রে শুধুমাত্র প্যানের মাধ্যমে লেনদেন করা যাবে না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে টাকা জমা রাখা থেকে শুরু করে যাবতীয় লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। আর আধার হল বায়োমেট্রিক বেসড। কর নির্ধারণের জন্য অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা জরুরি । কেউ যদি ৩০ জুনের মধ্য আধার ও প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে আয়কর দফতর সেই গ্রাহকের থেকে জরিমানা চাইতে পারে। সেক্ষেত্রে গ্রাহককে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে তাঁর প্যান কার্ডও বাতিল হয়ে যাবে।

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version