বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য (ICC World Test Championship) অন-ফিল্ড আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি( icc)। ১৮ জুন নিউজিল্যান্ডের( new Zealand ) বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল(india team)। সেই ম‍্যাচের আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠের গুরুদায়িত্ব সামলাবেন রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth) ও মাইকেল গফ (Michael Gough)। রিচার্ড কেটেলবোরো (Richard Kettleborough) থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। অ্যালেক্স হোয়ার্ফ থাকছেন চতুর্থ আধিকারিক। এনাদের সবার ওপরে দেখভাল করার দায়িত্বে থাকছেন ক্রিস ব্রড।

এদিন আইসিসির আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজারের পদে দায়িত্ব থাকা আদ্রিয়ান গ্রিফিথ বলেন,” আমরা আনন্দের সঙ্গে সেই সকল অভিজ্ঞ ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করলাম, যাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দায়িত্বে থাকবেন। এই অতিমারিতে বিষয়টা সহজ ছিল না। কিন্তু আমরা ভাগ্যবান যে, প্রথম সারির কয়েকজন আধিকারিককে পেয়েছি, যাঁরা বছরের পর বছর ধারাবাহিক ভাবে ভাল করছেন। সকলকে আমাদের শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০ দিনের ছুটি পেতে চলেছেন কোহলিরা

Advt

Previous articleবিশ্বজুড়ে নেট বিভ্রাট, বন্ধ একাধিক ওয়েবসাইট
Next articleকরোনার জের, দেশজুড়ে অনাথ শিশুর সংখ্যা ছাড়াল ৩০ হাজার