বিশ্বজুড়ে নেট বিভ্রাট, বন্ধ একাধিক ওয়েবসাইট

ইন্টারনেট সমস্যার জেরে ধাক্কা খেল একের পর এক ওয়েবসাইট। যার প্রভাব পড়ল ভারতেও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরকারি ওয়েবসাইট, বন্ধ হয়ে গেল সবই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মার্কিন ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারের সমস্যার জেরেই এই বিপত্তি।
যে সব ওয়েবসাইট ‘ডাউন’ হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না অনেক জায়গায়।জানা গেছে, ‘ফাস্টলি’ নামে ওই ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। এই সংস্থা যে সব ওয়েবসাইটকে পরিষেবা দেয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।


আমাজন ডট কম ওয়েবসাইটও ডাউন। যদিও আমাজনের তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ২১ হাজার রেডিট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানিয়েছে।

Advt

Previous articleজাঁকজমক নয়, ঘরোয়াভাবে বিয়ে সেরেই নেট দুনিয়ায় ভাইরাল ইয়ামি – আদিত্য
Next articleবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি