Sunday, August 24, 2025

করোনা দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশে। এখনও পর্যন্ত দেশজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনের। এর মধ্যে দেশে কোভিডে অনাথ হয়েছে হাজার হাজার শিশু। ইতিমধ্যেই তাদের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে দেশজুড়ে অনাথ শিশুর সংখ্যা চমকে দিয়েছে দেশবাসীকে।

এবার ন্যাশনাল কমিশন ফর চাইল্ড রাইটস (‌NCPCR)‌ সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছে, ২০২০ সালের ১ এপ্রিল থেকে এ বছরের ৫ জুন পর্যন্ত ৩ হাজার ৬২১ জন শিশু বাবা-মা দু’জনকেই হারিয়ে অনাথ হয়েছে। ২৬ হাজার ১৭৬ জন শিশু বাবা-মায়ের মধ্যে এক জনকে হারিয়েছে। এবং ২৭৪ জন শিশুকে পরিবার ত্যাগ করেছে। ‌NCPCR আরও জানিয়েছে, এই অনাথ শিশুদের বাবা-মা শুধুমাত্র করোনা আক্রান্ত হয়েই মারা যায়নি, মৃত্যুর কারণ ছিল আলাদা। কমিশন জানিয়েছে, অনাথ শিশুদের মোট ৩০ হাজার ৭১টি শিশুর মধ্যে ১৫ হাজার ৬২০ জন ছেলে। ১৪ হাজার ৪৪৭ জন মেয়ে। এবং ৪ জন তৃতীয় লিঙ্গের শিশু।

আরও পড়ুন-মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রান্সও

১১ হাজার ৮১৫ শিশুর বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। ৪ থেকে ৭ বছর বয়সী শিশুর সংখ্যা ৫ হাজার ১০৭। ‌NCPCR–এর এই তথ্য বাল স্বরাজ পোর্টালে জমা দিয়েছে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি। এর মধ্যে দেখা গিয়েছে অভিভাবকহীন শিশুদের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। সেখানে অনাথ শিশুর সংখ্যা ৭ হাজার ৮৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ৩ হাজার ১৭২ জন শিশু অনাথ। এরপরে রয়েছে রাজস্থান। সেখানে অনাথা শিশু রয়েছে ২ হাজার ৪৮২ জন। এছাড়া হরিয়ানা, মধ্যপ্রদেশ, কেরলে প্রায় ২০০০ হাজারের বেশি শিশু অনাথ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version