Tuesday, November 18, 2025

বর্ষায় বৃষ্টি হবেই, কিন্তু বজ্রপাতের এত প্রাবল্য কেন? কী বলছেন মেঘ বিশেষজ্ঞ?

Date:

উত্তর এবং দক্ষিণ বঙ্গ জুড়ে এখন বৃষ্টি (monsoon season in North Bengal) চলছে। উত্তরবঙ্গের যদিও বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনো বর্ষা আসেনি (pre monsoon season in South Bengal)। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রায় রোজই প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে ঝড় এবং প্রবল হারে বজ্রপাত (thunderstorm)। গতকাল অর্থাৎ সোমবারই বজ্রপাতে রাজ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদদের মতে এত কম সময়ে় বজ্রপাতে এত জনের মৃত্যু খুবই বিরল এবং দুঃখজনক ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত ঘনঘন বজ্রপাত। বজ্রপাতের এত প্রাবল্য কী কারনে? বর্ষাকালে বৃষ্টি হবে। কখনো হালকা । কখনো মাঝারি। কখনো মুষলধারে। বর্ষাকালে এ তো স্বাভাবিক ঘটনা। কিন্তু এত ঘন ঘন বজ্রপাত কেন? আবহাওয়া দফতর জানিয়েছে এখন প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই সময় প্রকৃতির বিরাট অংশজুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। পুঞ্জিভূত মেঘের উল্লম্ব স্তূপ জমেই এই বিপত্তি। বর্ষার মেঘ ঢোকার সময় নাকি এমনটা হয়ে থাকে। একটার পর একটা মেঘের স্তর জমতে থাকে। আর তার জেরে এই ব্যাপকহারে বজ্রপাত। তবে আবহাওয়াবিদরা এই ঘটনাকে স্বাভাবিক বললেও এত ঘনঘন বজ্রপাত কিছুটা ব্যতিক্রমী ঘটনা তো বটেই। কেন হচ্ছে এত বজ্রপাত? মেঘ বিশেষজ্ঞ চিরশ্রী চক্রবর্তী (cloud expert chirasree Chakraborty) জানালেন, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মূলত দায়ী। ধরিত্রীর উষ্ণতা বাড়ছে। এই উষ্ণতা বৃদ্ধির একাধিক কারণ হয়েছে। আর তার জন্য ব্যাহত হচ্ছে প্রকৃতির ভারসাম্য। যার ফলে ঝড়-বৃষ্টি বজ্রপাত, সুপার সাইক্লোন…সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং ঘনত্ব আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। দ্বিতীয় কারণ হল: পরিবেশ দূষণ। পরিবেশে কার্বন নিঃসরণ যত বাড়বে তত এই ধরনের ঘটনা বাড়তে থাকবে। অর্থাৎ গাড়ির ধোঁয়া, কলকারখানা দূষণ যত বাড়বে তত কার্বন নির্গমন বাড়বে। আর তার জেরেও এইরকম ঘনঘন বজ্রপাত।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version